সহজ পাঠ প্রথম ভাগ অষ্টম পাঠ ভোর হ’লো। ধোবা আসে। ঐ তো ______ ধোবা। গোরা বাজারে বাসা। ওর ______ খুব মোটা, গাল ফোলা। ঐ-যে ওর পোষা _____। ওর _____ বোঝা। খুলে দেখো। আছে ধুতি। আছে ______, মোজা, সাড়ি। আরো কত কী। ওর খুড়ো ____ বেচে, উল বেচে। ওর মেসো বেচে _____ তোড়া। ধোবা কোথা____. কাচে,জানো? ঐ-যে ডোবা, ওখানে। ওর _____ বড়ো ঘোলা। ______ ছোলা খেতে ভালোবাসে। ওকে কিছু ____ খেতে দাও। ছোলা কোথা পাব? ঐ-যে ঘোড়া ছোলা খায়। ওর ____ খোলা আছে। ঐ _______। ওখানে আজ বিয়ে। তাই ঢের ঘোড়া এলো,গাড়ি এলো। এক জোড়া _____ এলো। মেজো মেসো ___ চ’ড়ে আসে। ওটা বুড়ো _____। তার নাতি ঘোড়া চড়ে। _____ ঘোড়া। পিঠে ডোরা দাগ। পায়ে তার ফোড়া, জোড়ে চলে না। ____ বাজে। ঘোড়া ঘোর _____ পায়। উত্তর ঃ- লোকা, খোকা, গাধা, পিঠে, জামা,সুতো, ফুলের, ধুতি, জল , গাধা, ছোলা, ঘর, কোঠাবাড়ি, হাতি, হাতি, হাতি, কালো, ঢোল, ভয়, প্রশ্ন ও উত্তর লোকা ধোবার বাসা কোথায় ? লোকা ধোবার বাসা গোরাবাজারে। বোঝার ভেতরে কি কি আছে ? বোঝার ভেতরেই আছে ধুতি জামা-মোজা শাড়ি। কে ছোলা খেতে ভালোবাসে ? গাধা ছোলা খেতে ভালোবাসে।...