পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

হাওয়ায় ছুটি । haowar chhuti ।

 হাওয়ায়  ছুটি  ত্বরিতগতিতে ছুটছে ট্রেন। পেরিয়ে যাচ্ছে তাল পদ্মের মাঠ।  ট্রেনে অনেক যাত্রী। উত্থান বাবু তার জিনিসপত্তর যত্ন করে গুছিয়ে রাখছেন। ছোটার মজায় তিনিও আত্মহারা মুখ বাড়িয়ে দেখছেন  হাওয়ার সঙ্গে চাকার দ্বৈরথ। দ্রিমি দ্রিমি আওয়াজে কাঁপে চারপাশ ।  সত্যিই অদ্ভুত এক পৃথ্বী।   ত + ত = ত্ত  ত + থ = ত্থ  ত + ব = ত্ব  ত + ন = ত্ন  ত + ম = ত্ম  থ + ব = থ্ব  ত + য = ত্য ত + র = ত্র  দ + ব = দ্ব  দ + ভ = দ্ভ  দ + র = দ্র  ত্বক, গাত্র, মহাত্মা, নিত্য, রত্ন, দ্বিতীয়, ভাদ্র, উদ্ভব বাক্য রচনা কর পৃথ্বী- ভূগোল বইয়ে লেখা আছে পৃথ্বী গোলাকার।  অদ্ভুত- জাদুকর অদ্ভুত অদ্ভুত ম্যাজিক দেখালো রৌদ্র- গ্রীষ্মকালে রৌদ্রে তাপমাত্রা খুব বেশি। ত্বরিতগতিতে কি ছুটছে ? ত্বরিতগতিতে ছুটছে ট্রেন ।  ট্রেন কি পেরিয়ে যাচ্ছে ? ট্রেন পেরিয়ে যাচ্ছে তাল পদ্মের মাঠ ।  কোথায় অনেক যাত্রী ?   ট্রেনে অনেক যাত্রী কে তার জিনিসপত্তর যত্ন করে গুছিয়ে রাখছেন ? উত্থান বাবু তার জিনিসপত্তর যত্ন করে গুছিয়ে রাখছেন।  ...

হাসির নাটক । hasir natok । বাজনার তালে তালে । গুপির বিপদ

 হাসির নাটক নাট্য অভিনেতা মঞ্চে অট্টহাসি হাসছেন শুনি ছোটদের মুখে ট্যাফো নেই সেরা অভিনেতা পাবে ট্রফি ।  এই নাটক পাঠ্য বইয়ে নেই। ট্ট = ট +ট  ঠ্য = ঠ + য  ট্য = ট + য  ট্র = ট + র ট্যাংরা, ট্রাম, অট্টালিকা, ঠ্যাং  দড়ি দিয়ে ঘোরাই    লাট্টু যিনি নাটক লেখেন তিনি নাট্যকার  দূরপাল্লার ট্রেনে করে যাব মধুপুর  ঠ্যালা গাড়িতে ডেগচি, হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে শব্দার্থ : নাট্য-~-নাটক । অভিনেতা - অভিনয় করেন যিনি। মঞ্চ - স্টেজ। অট্টহাসি - জোরে হাসি। ছোটোদের—বাচ্চাদের। সেরা - শ্রেষ্ঠ ।  ট্রফি - পুরস্কার । পাঠ্য বই – পড়ার বই ।  ১. কে মঞ্চে ? উঃ। নাট্য  অভিনেতা। ২. নাট্য  অভিনেতা কী করছেন? অট্টহাসি হাসছেন ।  ৩. শুনে কাদের মুখে ট্যা-ফো নেই? ছোটোদের ।  ৪. সেরা অভিনেতা কী পাবে ? উঃ ট্রফি। বাজনার তালে তালে  আজ খেলার মাঠে বড্ড ভিড়।  ড্রাম  বাজছে।  তালে তালে ড্রিল করছে ছেলে-মেয়েরা, আকাশে উড্ডীন বেলুনের সারি। ড + ড = ড্ড  ড + র = ড্র  আড্ডা ড্রেস ঘর পূরণ করি  আড্ডা = ড্ড + আ...

নাও চলেছে । NAO CHOLECHHE । মা বিড়াল আর ছানা বিড়াল । মেলার মাঠে । ঘাসের নকশা

 নাও চলেছে   ওই ভাসে ময়ূরপঙ্খী নাও।  কঙ্কা ওতে চলেছে ।  আকাশে শঙ্খচিল । ওরা যাবে মঙ্গলপুর । নবীন সঙ্ঘের  মাঠে হবে চড়ুই ভাতি ।  ঙ + ক = ঙ্ক ঙ +গ = ঙ্গ  ঙ+খ = ঙ্খ ঙ +ঘ = ঙ্ঘ অঙ্ক , শঙ্খ , রঙ্গ , জঙ্ঘা  অঙ্কন , জঙ্গল , লবঙ্গ , লঙ্ঘন    শব্দার্থ : ময়ূরপঙ্খী— ময়ূরের মত দেখতে নৌকার নাম বিশেষ। নাও—নৌকা।। কঙ্কা— একটি মেয়ের নাম বিশেষ। আকাশ – গগন | শঙ্খচিল—এক রকমের চিলের নাম বিশেষ। মঙ্গলপুর-জায়গা বিশেষ । মাঠ-প্রান্তর ক্ষেত্র। চড়ুইভাতি - বনভোজন। প্রশ্নোত্তর ১. কী ভাসছে? উঃ। ময়ূরপঙ্খী নাও। ২. কে ওতে চলেছে ? উঃ কঙ্কা  ৩. কোথায় শঙ্খচিল উড়ছে? উঃ আকাশে। ৪. ওরা কোথায় যাবে? উঃ। মঙ্গলপুর। ৫. কোথায় চড়ুইভাতি হবে? উঃ নবীন সঙ্ঘের মাঠে। মা বিড়াল আর ছানা বিড়াল  মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে । বাইরে খুব রোদ।  মা খুঁজে বের করল ছায়ার আচ্ছাদন।  খুশি হয়ে ছানারা  চ্যাটাল নাক ঘষছে মায়ের গায়ে। চ+ চ = চ্চ চ+ছ =চ্ছ চ্য = চ+ য  চচ্চড়ি , আচ্ছা , পাচ্য । মোচ্ছব , সাচ্চা , চ্যালা ।  শব্দার্থ - বিড়াল – গৃহপালিত পশু।...

বনের পথে । boner pothe । ঘুড়ি ওড়াবার দিনে । ghuri urabar dine

দ্বিতীয় শ্রেণী বাংলা   এখানে দ্বিতীয় শ্রেণীর বাংলার প্রশ্ন ও উত্তর আছে । এখানে আছে - বনের পথে , ঘুড়ি ওড়াবার দিনে , আকাশে কত তারা , খেলার মাঠে   এই চারটির প্রশ্ন ও উত্তর ।  বনের পথে  আলিবাবা ক্ব চিৎ এ পথে আসে। ঘন বনে এগোনো শ ক্ত । ডালপালায় ধা ক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শু ক্লা তিথির চাঁদের আলোয় ভাবছে চারপাশ। ভয় হয়, বনের পথে না জানলে বিপদ । তবে মাথায় সবসময় ঘোরে সেই 'চিচিং-ফাঁক'।  চলো অপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি : ক্ব= ক + বা      ক্ত = ক + ত ক্ক =ক + ক     ক্ল = ক + ল এসো এ রকমের নতুন কথা শিখি: এক্কা, মুক্তি,  ক্লাস, পক্ব। ঘর পূরণ করি: শ + ক্ত = ___     ধা+ ক্কা = ____ উত্তর- শ + ক্ত = শক্ত ধা+ ক্কা = ধাক্কা । শব্দার্থ : আলিবাবা—একজনের নাম।' ক্কচিৎ-কদাচ। পথ—রাস্তা। ঘন—গভীর। শক্ত—কঠিন। ডালপালা — শাখাপ্রশাখা। ধাক্কা— ঠেলা। ভয় আশঙ্কা। বন-অরণ্য। সবসময় — সর্বদা। ১. এ পথে ক্বচিৎ কে আসে? উঃ। আলিবাবা। ২. কোথায় এগোনো শক্ত? ঘন বনে  ৩. ডালপালায় ধাক্কা দিয়ে কী এগিয়ে চলে? উঃ। ঘোড়া। ৪. কীসের আলোয় চা...

sahaj path prothom vag doshom path । সহজ পাঠ প্রথম ভাগ দশম পাঠ

 সহজ পাঠ প্রথম ভাগ  দশম পাঠ  বাঁশগাছে বাঁদর বাঁশগাছে _____ । যত ঝাঁকা দেয় _____ তত ______।  ওকে দেখে ______ ভয় পায়, পাছে _______ দেয়। বাঁশগাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল _____ গাছে। কী জানি, কখন _____ দিয়ে নীচে পড়ে। এইবার বাঁদর _____  পেয়েচে। ভোঁদা ______ ওকে দেখে ডাকচে। _____ ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেচে। পাঁচটা বেজে গেচে। ঝাঁকায় ______  আম নিয়ে ______ গলিতে হেঁকে যায়। আঁধার হ’লো। ঐ-যে চাঁপাগাছের ফাঁকে বাঁকা ______। আকাশে ঝাঁকে ঝাঁকে_____  উড়ে গেল। দূরে ঠাকুর-ঘরে ______  বাজে, _______ বাজে। কানাই ছাদে ব’সে ______ বাজায়। ঐ কে যেন _____। না, কাঁদা নয়, কাঁটা গাছে  ______ ডাকে। উত্তর - বাঁদর, ডাল, কাঁপে, পাঁচু , আঁচড় , চাঁপা, ঝাঁপ, ভয়,  কুকুর, খাঁদু , কাঁচা, মধু, চাঁদ ,  হাঁস,  শাঁক, কাঁসি, বাঁশি, কাঁদে , পেঁচা প্রশ্ন ও উত্তর  ১. পাঁচু কাকে দেখে ভয় পায়?  পাঁচু বাঁদর কে দেখে ভয় পায়। ২. খাঁদু  বাঁদরকে কি ছুঁড়ে তারা করেছে ? খাঁদু বাদুড়কে ঢিল ছুড়ে তাড়া করেছে। ৩.  মধু কি নিয়ে গলিতে হেঁটে যায়?  মধু ক...

sahajpath prothomvag nabompath । সহজ পাঠ প্রথম ভাগ নবম পাঠ

সহজ পাঠ  প্রথম  ভাগ    নবম পাঠ _____  এসো, গৌর এসো। ওরে কৌলু, দৌড়ে যা। চৌকি আন্‌। গৌর, হাতে ঐ ______ কেন? ঐ কৌটো ভ’রে মৌরি রাখি। ____ খেলে ভালো থাকি। তুমি কী ক’রে এলে ______ ? নৌকো ক’রে। কোথা থেকে এলে? _______ থেকে। পৌষ মাসে যেতে হবে গৌহাটি। গৌর, জানো ওটা কী পাখী। ও তো বৌ-কথা-কও। না, ওটা নয়। ঐ-যে জলে, যেখানে জেলে ______ মাছ ধরে। ওটা তো ______। চলো, এবার খেতে চলো। ______ ভাত নিয়ে ব’সে আছে। উত্তর ঃ-  এসো, কৌটো,  মৌরি, গৌর, গৌরীপুর, মৌরলা, পানকৌড়ি, সৌরিদিদি সহজ পাঠ  প্রথম  ভাগ    নবম পাঠ নদীর ঘাটের কাছে   নৌকো বাঁধা আছে,   নাইতে যখন যাই, দেখি সে    জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে   দেখি দূরের পানে  মাঝনদীতে নৌকো, কোথায়     চলে ভাঁটার টানে।   জানি না কোন্‌ দেশে   পৌঁচে যাবে শেষে,  সেখানেতে কেমন মানুষ  থাকে কেমন বেশে।   থাকি ঘরের কোণে, সাধ জাগে মোর মনে, অম্‌নি ক’রে যাই ভেসে, ভাই,   নতুন নগর বনে।   দূর সাগরের পারে,  জলের ধারে ধারে,     নারিকেলে...

সহজ পাঠ প্রথম ভাগ অষ্টম পাঠ । sahajpath prothom vag asthom path

সহজ পাঠ  প্রথম ভাগ  অষ্টম পাঠ  ভোর হ’লো। ধোবা আসে। ঐ তো ______ ধোবা। গোরা বাজারে বাসা। ওর ______ খুব মোটা, গাল ফোলা। ঐ-যে ওর পোষা _____। ওর _____ বোঝা। খুলে দেখো। আছে ধুতি। আছে ______, মোজা, সাড়ি। আরো কত কী। ওর খুড়ো ____ বেচে, উল বেচে। ওর মেসো বেচে _____ তোড়া। ধোবা কোথা____. কাচে,জানো? ঐ-যে ডোবা, ওখানে। ওর _____ বড়ো ঘোলা। ______ ছোলা খেতে ভালোবাসে। ওকে কিছু ____ খেতে দাও। ছোলা কোথা পাব? ঐ-যে ঘোড়া ছোলা খায়। ওর ____ খোলা আছে। ঐ _______। ওখানে আজ বিয়ে। তাই ঢের ঘোড়া এলো,গাড়ি এলো। এক জোড়া _____ এলো। মেজো মেসো ___ চ’ড়ে আসে। ওটা বুড়ো _____। তার নাতি ঘোড়া চড়ে। _____ ঘোড়া। পিঠে ডোরা দাগ। পায়ে তার ফোড়া, জোড়ে চলে না। ____ বাজে। ঘোড়া ঘোর _____ পায়। উত্তর ঃ- লোকা, খোকা, গাধা, পিঠে, জামা,সুতো, ফুলের, ধুতি, জল , গাধা, ছোলা, ঘর, কোঠাবাড়ি, হাতি, হাতি,  হাতি, কালো, ঢোল, ভয়,  প্রশ্ন ও উত্তর  লোকা ধোবার বাসা কোথায় ? লোকা ধোবার বাসা গোরাবাজারে।  বোঝার ভেতরে কি কি আছে ?  বোঝার ভেতরেই আছে ধুতি জামা-মোজা শাড়ি। কে ছোলা খেতে ভালোবাসে  ? গাধা ছোলা খেতে ভালোবাসে।...

sahajpath prothomvag saptampath সহজ পাঠ প্রথম ভাগ সপ্তম পাঠ

 সহজ পাঠ  প্রথম ভাগ  সপ্তম পাঠ ____  এল কই ? ঐ যে আসে ______   চ ’ ড়ে বৈঠা বেয়ে। ওর আজ _____। ওরে _______ দৈ চাই।   ভালো   ভৈষা দৈ আর কৈ মাছ। শৈল আজ খৈ দিয়ে দৈ মেখে খাবে। দৈ তো ______ দেয় নি। তৈরি হয় নি। হয়তো _____ দেবে। পৈতে হবে চিঠি পেয়ে _______ আজ এল। মৈনিমাসি বৈশাখ মাসে ছিল _________ । তাকে যেতে হবে চৈবাসা। তার বাবা থাকে গৈলা। গৈলা কোথা ? জানো না , গৈলা _______ । সেইখানে থাকে _____  বৈরাগী। এখন সে থাকে ______ । উত্তর ঃ-  শৈল,  ভেলা,  পৈতে,  কৈলাস,  গয়লা,  বৈকালে,  মৈনিমাসি ,  নৈনিতালে,    বরিশালে,  বেণী,  নৈহাটি ১. ভেলা চড়ে কে আসে?  ভেলা চড়ে শৈল আসে । ২. মোহিনী মাসি বৈশাখ মাসে কোথায় ছিল?  মোহিনী মাসি বৈশাখ মাসে নৈনিতালে ছিল। ৩. মোহিনী মাসিকে কোথায় যেতে হবে ?  মোহিনী মাসিকে যেতে হবে  চৈবাসা।   সহজ পাঠ  প্রথম ভাগ  সপ্তম পাঠ   কাল   ছিল   ডাল   ...

সহজ পাঠ প্রথম ভাগ ষষ্ঠ পাঠ । sahajpath prothom vag shostho path

  সহজ পাঠ  প্রথম  ভাগ  ষষ্ঠ  পাঠ বেলা যায়। তেল মেখে ______ ডুব দিয়ে আসি। তার পরে _______ হবে। একা একা খেলা যায় না। ঐ বাড়ি থেকে কয়জন ______ এলে বেশ হয়। ঐ-যে আসে শচী সেন, মণি সেন, বংশী সেন। আর ঐ-যে আসে _________ আর ক্ষেতু শেঠ। _______ খেলা খুব হবে। বল নেই। গাছ থেকে ঢেলা মেরে ______ পেড়ে নেব।  ______ মাঠে গিয়ে খেলা হবে। _______ সেরে ঘরে ফিরে যাব। দেরি হবে না। বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব। গিয়ে _______ খেয়ে খাতা নেব। লেখা _______ আছে। উত্তর :- জলে, খেলা, ছেলে, বংশী, মধু শেঠ, ফুটবল, তেলিপাড়া, বেল, খেলা, ভাত, বাকি সহজ পাঠ প্রথম ভাগ ষষ্ঠ পাঠ প্রশ্ন ও উত্তর  ১. তারপরে কি হবে? তারপরে খেলা হবে।  ২. কি দিয়ে বল হবে ? গাছ থেকে বেল পেড়ে নিয়ে বল হবে। ৩. কোথায় খেলা হবে?  তেলিপাড়া মাঠে খেলা হবে।  ৪. খেলা সেরে কোথায় ফিরে যাবো?  খেলা ছেড়ে ঘরে ফিরে যাব।  ৫. ভাত খেয়ে কি নেব?  ভাত খেয়ে খাতা নেব।              এসেচে শরৎ, হিমের পরশ                     ...

sahaj path । prothom vag । pancham path । সহজ পাঠ প্রথম ভাগ পঞ্চম পাঠ

 সহজ পাঠ  প্রথম ভাগ  পঞ্চম পাঠ চুপ ক’রে ব’সে ঘুম পায়। চলো, ঘুরে আসি। _____ তুলে আনি। আজ খুব _____। কচুপাতা থেকে টুপ্‌ টুপ্‌ ক’রে _____পড়ে। ঘাস ভিজে। পা ভিজে যায়। দুখী বুড়ী উনুন-ধারে উবু হয়ে ব’সে _______ পোহায় আর গুন্‌ গুন্‌ গান গায়। ______ টুপী খুলে _____ মুড়ি দিয়ে শুয়ে আছে। ওকে চুপি চুপি ডেকে আনি। ওকে নিয়ে যাব _______। ______ পেড়ে খাব। কুলগাছে ______ বাসা ক’রে আছে। তাকে কিছু বলিনে। আজ বুধবার, ছুটি। নুটু তাই খুব ____। সেও যাবে কুলবনে। কিছু মুড়ি নেব আর ____। চড়ি-ভাতি হবে। ঝুড়ি নিতে হবে। তাতে কুল ভ’রে নিয়ে বাড়ি যাব। _____ খুসি হবে। ঊষা খুসি হবে। বেলা হলো। মাঠ ধূ ধূ করে। থেকে থেকে হূ হূ হাওয়া বয়। দূরে ধুলো ওড়ে। চুনি মালী কুয়ো থেকে জল তোলে আর _____ ডাকে ঘু ঘু। উত্তরঃ ফুল, শীত,হিম,  আগুন, গুপী, শাল, কুলবনে, কুল ,  টুনটুনি, খুসি, নুন, উমা, ঘুঘু  আমাদের ছোটো নদী  আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে,   বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে। পার হয়ে যায় গোরু,পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার,ঢালু তার পাড়ি। চিক্‌চিক্‌ করে বালি,কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে শাদা। ...

sahajpath prothom vag chothurtopath । সহজ পাঠ । প্রথম ভাগ । চতুর্থ পাঠ

ছবি
সহজ পাঠ । প্রথম ভাগ । চতুর্থ পাঠ বিনিপিসি , ___    আর দিদি ঐ দিকে আছে। ঐ যে   ______    ঘাটে যায়।    বামি ঐ   ____    নিয়ে যায়। সে ______  নিয়ে নিজে ঘটি মাজে। রানীদিদি যায় না। রানীদিদি ঘরে। তার যে তিনদিন  ___ । তার কাছে আছে মা , মাসি আর কিনি।   চলো ভাই  ___  । এই তালবন দিয়ে _____ । তার পরে তিলক্ষেত। তার পরে তিসিক্ষেত। তার পর দীঘি।  ___ খুব নীল। ধারে ধারে  ____  । জলে আলো ঝিলিমিলি করে। বক মিটি মিটি চায় আর মাছ ধরে।   ঐ যে  _____  ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়। ভাই , ঘড়ি আছে কি ? দেখি। ছ - টা যে বাজে , আর দেরি নয়। এইবার আমি বাড়ি যাই। তুমি এস পিছে পিছে। _____  খাবে , দেখ এসে।   এ কী পাখী ? এ যে টিয়ে পাখী। ও পাখী কি কিছু কথা বলে ? কী কথা বলে ? ও বলে রাম রাম হরি হরি। ও কী খায় ? ও খায় দানা। _____  ওর বাটি ভ - রে আনে দানা। বুড়ী দাসী আনে জল।   _____ কি ও...

sahaj path third part । সহজ পাঠের প্রথম ভাগ । তৃতীয় পাঠ

ছবি
সহজ পাঠের তৃতীয় পাঠ  ঐ _____ ছাতা । দাদা যায় ______ । গায়ে ____জামা।  ____ আনে চাল ডাল।  আর কেনে _____ । আর কেনে _____ ।  দাদা কেনে ______  ______,  _____ আনা দিয়ে।   দাদা ____ যায়  _____ হাতে। ____ টাকা ।  আশাদাদা আজ _____ থেকে এলো। তার ____ গড় পারে ।  আশা দাদা তার_____ ______ কাল _____ ফিরে যাবে।  ১. দাদা কোথায় যায় ? দাদা হাটে যায়।  ২. তার গায়ে কি?  তার গায়ে লাল জামা ৩.  মামা কি হাতে যায় ?  মামা খাতা হাতে যায় ৪. মামা কি আনে ? মামা আনে  চাল ডাল  ৫. কারা কারা খাবে  ? বাবা কাকা আর মামা খাবে ৬. কে কাজে যাবে ? বাবা কাজে যাবে  ৭. মা কি বলে ?  মা বলে খাজা গজা আর ছানা চাই  ৮. দাদা কি কি কেনে?   দাদা  কেনে পাকা আতা আখ আর  জাম।  ৯. আশা দাদা আজ কোথা থেকে এলো?  আশা দাদা আজ ঢাকা থেকে এলো ।  ১০. আশাদাদার বাসা কোথায়?  তার বাসা গড়পারে।   ১১. আশা দাদার ভাইয়ের নাম কি?  আশা দাদার ভাইয়ের নাম কালা নাম তার মতিঝিল নাম তার মোতিবিল...

সহজ পাঠ - দ্বিতীয় পাঠ । sahajpather dittiyo path

ছবি
 সহজ পাঠ  দ্বিতীয় পাঠ  ১ শূন্যস্থান পূরণ কর ১ রাম বনে _ পাড়ে । গায়ে তার লাল _। হাতে তার__। (ফুল , শাল, সাজি) ২ বেল ফুল _। __ ফুল লাল। জলে আছে __ ফুল। ( সাদা, জবা, নাল) ৩ ফুল তুলে রাম__ চলে । তার বাড়ি আজ_।  (বাড়ি,  পূজা )   ৪ _বাজে, _বাজে।  ঘরে ঘরে _  __।  ( ঢাক ঢোল ধুপ ধূনা)  ৫ ঐ যায় ভোলা_। __ নিয়ে ছোটে । ছোট__ দোলা চড়ে দোলে। ( মালী  মালা খোকা ) ৬  ভারী আনে ঘড়া ঘড়া _। __ আনে সরা __ __।  ( জল, মুটে, খুরি, কলাপাতা ) ৭ কত লোক _ গাবে । সাত দিন _। __ ভাই মিলে খেলা হবে। ( গান, ছুটি, তিন )  ১ কে বনে ফুল পাড়ে ? রাম বনে ফুল পাড়ে। ২ রাম কি কি ফুল তোলে?  রাম জবা ফুল, বেল ফুল তোলে। ৩ কখন পূজা হবে ?  পূজা হবে রাতে । ৪ পথে কি চলে?  পথে কত লোক চলে ।  ৫ রাতে কেমন বাতি হবে ? রাতে লাল নীল বাতি হবে। ৬ গরু কি টানে ?  গরু গাড়ি টানে  ৭. সরা ভরা কি আছে  সরা ভরা চিনি ছানা আছে ৮.  কতদিন ছুটি?  সাতদিন ছুটি ।  ৯. থলে ভরা কি আছে?  থলে ভরা কৈ মাছ ,বাটা মাছ আছে।  ১০. গাড়ি গা...

সহজ পাঠের বনে থাকে বাঘ । রবীন্দ্রনাথ ঠাকুর । Bone Thake Bagh । Rabindranath Tagore

 সহজ পাঠের প্রথম পাঠ   বনে থাকে বাঘ  রবীন্দ্রনাথ ঠাকুর   ১. ফাঁকা জায়গায় সঠিক কথা বসাই ঃ  ১. জলে থাকে _______ । ________ থাকে পাখি ।  মাছ, গাছে  ২. পাখি _______  খায় । _______ মেলে ওড়ে । ফল , পাখা  ৩. ______ আছে আম বনে । গায়ে চাকা চাকা _____। বাঘ , দাগ  ৪. ডালে ডালে _______ ডাকে । খালে ______ মাছ ধরে ।  কাক , বক  ৫. ঐখানে ________ । তাতে আছে ________ ভরা ।  মৌ- চাক, মধু  ২.  প্রশ্ন ও উত্তর  ১. বনে কে থাকে ? উঃ- বনে বাঘ থাকে । ২. ডালে কী আছে ? উঃ- ডালে ফল আছে । ৩. কে ফল খায় ? উঃ- পাখি ফল খায় । ৪. আম বনে কে আছে ? উঃ- বাঘ আছে আম বনে । ৫. পাখি বনে কি করে ? উঃ- পাখি বনে গান গায় । ৬. মাছ জলে কি করে ? উঃ- মাছ জলে খেলা করে । ৭. বনে কি ওড়ে ? উ ঃ - বনে মাছি ওড়ে ।  'আলো হয় গেলো ভয়' কবিতাটি পড়ে লেখো : ১. দিঘি জল _।  ২. __ করে নাচ।  ৩. _ দেয় তাল।  ৪. ___কাটে ঘাস। ৫. বুড়ি দাই ___ । ৬. __ বাঁধে ঘর।  ৭. মধু রায় __।  উঃ ১. ঝলমল, ২. বাঁশ গাছ, ৩. ঝাউডাল, ৪. অবিনাশ, ৫. জাগ...

সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর

ছবি
 সহজ পাঠ  -রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম শ্রেণির সমন্বিত পুস্তকে ' সহজ পাঠ' ‘প্রথম ভাগ’ বইটিকে ছোটো ছোটো ভাই বোনেদের বাড়িতে অভ্যাস করার জন্য এই প্রয়াস। অতিরিক্ত কিছু প্রশ্ন ও উত্তর   দেওয়া হল। শিক্ষক ও অভিভাবকগণ প্রয়োজন বোধে এই প্রশ্ন ও উত্তরগুলি ছাত্র-ছাত্রীদের অভ্যাস করাতে পারবেন। শূন্য স্থান পূরণ করো  ছোটো খোকা বলে অ  আ ।  শেখে নি সে কথা কওয়া। হ্রস্ব ই দীর্ঘ ঈ বসে খায় ক্ষীর ই ঈ ।  হ্রস্ব উ দীর্ঘ উ ডাক ছাড়ে  উ ঊ । ঘন মেঘ বলে ঋ দিন বড়ো ঋ । বাটি হাতে এ ঐ হাঁক দেয় দে দৈ ।  ডাক পাড়ে ও ঔ ভাত   আনো বড়ো বউ ।  ক খ গ ঘ _ গেয়ে জেলে ডিঙি চলে _ । গান , বেয়ে  চরে বসে _ ঙ চোখে তার লাগে _।  রাঁধে, ধোঁয়া   চ ছ জ ঝ দলে দলে _ নিয়ে _  চলে।  বোঝা , হাটে   খিদে পায় খুকি ঞ, শুয়ে _ কিঁয়ো _।  কাঁদে ,কাঁদে  টঠডঢ করে _, কাঁধে নিয়ে ঢাঁক _ । গোল , ঢোল  বলে _ ণ চুপ করো কথা _।  মূর্ধন্য , শোনো  ত থ দ ধ বলে _  , _ পাড়ি চলো যাই।  ভাই ,...