সহজ পাঠ প্রথম ভাগ ষষ্ঠ পাঠ । sahajpath prothom vag shostho path
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সহজ পাঠ প্রথম ভাগ ষষ্ঠ পাঠ
বেলা যায়। তেল মেখে ______ ডুব দিয়ে আসি। তার পরে _______ হবে।
একা একা খেলা যায় না। ঐ বাড়ি থেকে কয়জন ______ এলে বেশ হয়।
ঐ-যে আসে শচী সেন, মণি সেন, বংশী সেন। আর ঐ-যে আসে _________ আর ক্ষেতু শেঠ। _______ খেলা খুব হবে।
বল নেই। গাছ থেকে ঢেলা মেরে ______ পেড়ে নেব। ______ মাঠে গিয়ে খেলা হবে।
_______ সেরে ঘরে ফিরে যাব। দেরি হবে না।
বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব। গিয়ে _______ খেয়ে খাতা নেব। লেখা _______ আছে।
উত্তর :- জলে, খেলা, ছেলে, বংশী, মধু শেঠ, ফুটবল, তেলিপাড়া, বেল, খেলা, ভাত, বাকি
সহজ পাঠ প্রথম ভাগ ষষ্ঠ পাঠ প্রশ্ন ও উত্তর
১. তারপরে কি হবে?
তারপরে খেলা হবে।
২. কি দিয়ে বল হবে ?
গাছ থেকে বেল পেড়ে নিয়ে বল হবে।
৩. কোথায় খেলা হবে?
তেলিপাড়া মাঠে খেলা হবে।
৪. খেলা সেরে কোথায় ফিরে যাবো?
খেলা ছেড়ে ঘরে ফিরে যাব।
৫. ভাত খেয়ে কি নেব?
ভাত খেয়ে খাতা নেব।
এসেচে শরৎ, হিমের পরশ
এসেচে শরৎ, হিমের পরশ
লেগেচে হাওয়ার ‘পরে—
সকালবেলায় ঘাসের আগায়
শিশিরের রেখা ধরে।
আমলকী-বন কাঁপে,যেন তার
বুক করে দুরু দুরু—
পেয়েচে খবর পাতা-খসানোর
সময় হয়েচে শুরু।
শিউলির ডালে কুঁড়ি ভ’রে এল,
টগর ফুটিল মেলা,
মালতীলতায় খোঁজ নিয়ে যায়
মৌমাছি দুই বেলা।
গগনে গগনে বরষণ-শেষে
মেঘেরা পেয়েচে ছাড়া,
বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে,
নাই কোনো কাজে তাড়া।
দীঘিভরা জল করে ঢল-ঢল,
নানা ফুল ধারে ধারে,
কচি ধানগাছে ক্ষেত ভ’রে আছে—
হাওয়া দোলা দেয় তারে।
যে দিকে তাকাই সোনার আলোয়
দেখি যে ছুটির ছবি,
পূজার ফুলের বনে ওঠে ওই
পূজার দিনের রবি।
সহজ পাঠ প্রথম ভাগ ষষ্ঠ পাঠ প্রশ্ন ও উত্তর
১. ঘাসের আগায় কি ধরে?
ঘাসের আগায় শিশির রেখা ধরে
২. কোন বোন কেঁপে ওঠে ?
আমলকি বোন কেঁপে ওঠে।
৩. শিউলির ডালে কি ভরে এলো?
শিউলির ডালে কুড়ি ভরে এলো
৪. কারা বাতাসে ভেসে ভেসে বেড়াই?
মেঘেরা বাতাসে ভেসে ভেসে বেড়াই।
৫. দীঘির ধারে ধারে কি রয়েছে?
দিঘির ধারে ধারে নানা ফুল রয়েছে।
৬. কিসে ক্ষেত ভরে আছে।
কচি ধান গাছে ক্ষেত ভরে আছে।
৭. পূজার ফুলের বনে কি ওঠে?
পূজার দিনের রবি ওঠে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন