হাসির নাটক । hasir natok । বাজনার তালে তালে । গুপির বিপদ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
হাসির নাটক
নাট্য অভিনেতা মঞ্চে অট্টহাসি হাসছেন শুনি ছোটদের মুখে ট্যাফো নেই সেরা অভিনেতা পাবে ট্রফি । এই নাটক পাঠ্য বইয়ে নেই।
ট্ট = ট +ট
ঠ্য = ঠ + য
ট্য = ট + য
ট্র = ট + র
ট্যাংরা, ট্রাম, অট্টালিকা, ঠ্যাং
দড়ি দিয়ে ঘোরাই লাট্টু
যিনি নাটক লেখেন তিনি নাট্যকার
দূরপাল্লার ট্রেনে করে যাব মধুপুর
ঠ্যালা গাড়িতে ডেগচি, হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে
শব্দার্থ : নাট্য-~-নাটক । অভিনেতা - অভিনয় করেন যিনি। মঞ্চ - স্টেজ। অট্টহাসি - জোরে হাসি।
ছোটোদের—বাচ্চাদের। সেরা - শ্রেষ্ঠ । ট্রফি - পুরস্কার । পাঠ্য বই – পড়ার বই ।
১. কে মঞ্চে ?
উঃ। নাট্য অভিনেতা।
২. নাট্য অভিনেতা কী করছেন?
অট্টহাসি হাসছেন ।
৩. শুনে কাদের মুখে ট্যা-ফো নেই?
ছোটোদের ।
৪. সেরা অভিনেতা কী পাবে ?
উঃ ট্রফি।
বাজনার তালে তালে
আজ খেলার মাঠে বড্ড ভিড়। ড্রাম বাজছে। তালে তালে ড্রিল করছে ছেলে-মেয়েরা, আকাশে উড্ডীন বেলুনের সারি।
ড + ড = ড্ড
ড + র = ড্র
আড্ডা ড্রেস
ঘর পূরণ করি
আড্ডা = ড্ড + আ
উদ্দিন = ড্ড + ঈ
লাড্ডু = ড্ড + উ
ড্রাম = ড্র + আ
ড্রিল = ড্র + ই
শব্দার্থ : মাঠ—প্রান্তর । বড্ড —খুব । ভিড় - জমাটি। ড্রাম - বাদ্যযন্ত্র বিশেষ । তালে তালে - ছন্দে ছন্দে।
আকাশ — গগন। উদ্দীন -ওড়া । সারি – দল ।
১. আজ কোথায় বড্ড ভিড়?
খেলার মাঠে।
২. কি বাজছে?
ড্রাম বাজছে ।
৫. তালে তালে ড্রিল করছে কারা?
ছেলেমেয়েরা ।
৪. কোথায় উড্ডীন বেলুনের সারি?
উঃ। আকাশে।
৫. আকাশে কিসের সারি?
আকাশে উড্ডীন বেলুনের সারি।
গুপির বিপদ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন