ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

হাসির নাটক । hasir natok । বাজনার তালে তালে । গুপির বিপদ

 হাসির নাটক


নাট্য অভিনেতা মঞ্চে অট্টহাসি হাসছেন শুনি ছোটদের মুখে ট্যাফো নেই সেরা অভিনেতা পাবে ট্রফি ।  এই নাটক পাঠ্য বইয়ে নেই।


ট্ট = ট +ট 

ঠ্য = ঠ + য 

ট্য = ট + য 

ট্র = ট + র


ট্যাংরা, ট্রাম, অট্টালিকা, ঠ্যাং 


দড়ি দিয়ে ঘোরাই    লাট্টু

যিনি নাটক লেখেন তিনি নাট্যকার 

দূরপাল্লার ট্রেনে করে যাব মধুপুর 

ঠ্যালা গাড়িতে ডেগচি, হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে


শব্দার্থ : নাট্য-~-নাটক । অভিনেতা - অভিনয় করেন যিনি। মঞ্চ - স্টেজ। অট্টহাসি - জোরে হাসি।

ছোটোদের—বাচ্চাদের। সেরা - শ্রেষ্ঠ ।  ট্রফি - পুরস্কার । পাঠ্য বই – পড়ার বই । 


১. কে মঞ্চে ?

উঃ। নাট্য  অভিনেতা।

২. নাট্য  অভিনেতা কী করছেন?

অট্টহাসি হাসছেন । 

৩. শুনে কাদের মুখে ট্যা-ফো নেই?

ছোটোদের । 

৪. সেরা অভিনেতা কী পাবে ?

উঃ ট্রফি।


বাজনার তালে তালে 

আজ খেলার মাঠে বড্ড ভিড়।  ড্রাম  বাজছে।  তালে তালে ড্রিল করছে ছেলে-মেয়েরা, আকাশে উড্ডীন বেলুনের সারি।


ড + ড = ড্ড 

ড + র = ড্র 


আড্ডা ড্রেস


ঘর পূরণ করি 


আড্ডা = ড্ড + আ 

উদ্দিন = ড্ড + ঈ 

লাড্ডু  = ড্ড + উ

ড্রাম   = ড্র + আ 

 ড্রিল = ড্র + ই


 শব্দার্থ : মাঠ—প্রান্তর ।  বড্ড —খুব । ভিড় - জমাটি। ড্রাম - বাদ্যযন্ত্র বিশেষ ।  তালে তালে - ছন্দে ছন্দে।

আকাশ — গগন। উদ্দীন -ওড়া ।  সারি – দল । 


১. আজ কোথায় বড্ড ভিড়?

খেলার মাঠে।

২. কি বাজছে?

ড্রাম বাজছে । 

৫. তালে তালে ড্রিল করছে কারা?

ছেলেমেয়েরা । 

৪. কোথায় উড্ডীন বেলুনের সারি?

উঃ। আকাশে।

৫. আকাশে কিসের সারি?

আকাশে উড্ডীন বেলুনের সারি।


গুপির বিপদ

রাজা ছিলেন খুবই অহংকারী । তিনি ঢ্যাঁড়া পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন।  বিষন্ন গুপি গেল অরণ্যে । রাজার আদেশ খণ্ডন করবে কে?

ঢ্য = ঢ + য
ণ্ণ = ণ + ণ
ণ্ড = ণ + ড 
ণ্য = ণ + য 

ধণাঢ্য, ভাণ্ড, হিরণ্য 

শব্দার্থ :
রাজা - নৃপ, খুব - ভীষণ, অহংকারী - দাম্ভিক, ঢ্যাঁড়া - বাদ্যযন্ত্র, গ্রাম - গাঁ, বিষন্ন - মন খারাপ, অরণ্য - জঙ্গলে, খন্ডন - অনান্য


১. কে ছিলেন খুবই অহংকারী?
রাজা 
২. তিনি ঢ্যাঁড়া পিটিয়ে কাকে গ্রাম ছাড়া করলেন?
উঃতিনি ঢ্যাঁড়া পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন । 
৩. বিষন্ন গুপি কোথায় গেল ?
বিষন্ন গুপি গেল অরণ্যে। 

মাঠের  ধারে বসেছে রবিবারের হাট । পিছনে অগণ্য তাল গাছের সারি।   আলু , পটল , বেগুন ,  ঢ্যাঁড়শ, পেঁপে রকমারি আনাজের কেনা বেচা চলছে। ঘটছে কত রকমের কান্ডঢ্যাঙা মানুষের ভিড়ে বাজার ঠাসা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury

বনভোজন - গোলাম মোস্তাফা । Bonvojon - Gulam Mustafa । প্রশ্ন ও উত্তর

সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর