ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...
সহজ পাঠ প্রথম ভাগ অষ্টম পাঠ । sahajpath prothom vag asthom path
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সহজ পাঠ
প্রথম ভাগ
অষ্টম পাঠ
ভোর হ’লো। ধোবা আসে। ঐ তো ______ ধোবা। গোরা বাজারে বাসা। ওর ______ খুব মোটা, গাল ফোলা।
ঐ-যে ওর পোষা _____। ওর _____ বোঝা। খুলে দেখো। আছে ধুতি। আছে ______, মোজা, সাড়ি। আরো কত কী।
ওর খুড়ো ____ বেচে, উল বেচে। ওর মেসো বেচে _____ তোড়া।
ধোবা কোথা____. কাচে,জানো? ঐ-যে ডোবা, ওখানে। ওর _____ বড়ো ঘোলা।
______ ছোলা খেতে ভালোবাসে। ওকে কিছু ____ খেতে দাও।
ছোলা কোথা পাব? ঐ-যে ঘোড়া ছোলা খায়। ওর ____ খোলা আছে।
ঐ _______। ওখানে আজ বিয়ে। তাই ঢের ঘোড়া এলো,গাড়ি এলো। এক জোড়া _____ এলো। মেজো মেসো ___ চ’ড়ে আসে। ওটা বুড়ো _____। তার নাতি ঘোড়া চড়ে। _____ ঘোড়া। পিঠে ডোরা দাগ। পায়ে তার ফোড়া, জোড়ে চলে না। ____ বাজে। ঘোড়া ঘোর _____ পায়।
উত্তর ঃ- লোকা, খোকা, গাধা, পিঠে, জামা,সুতো, ফুলের, ধুতি, জল , গাধা, ছোলা, ঘর, কোঠাবাড়ি, হাতি, হাতি, হাতি, কালো, ঢোল, ভয়,
প্রশ্ন ও উত্তর
লোকা ধোবার বাসা কোথায় ?
লোকা ধোবার বাসা গোরাবাজারে।
বোঝার ভেতরে কি কি আছে ?
বোঝার ভেতরেই আছে ধুতি জামা-মোজা শাড়ি।
কে ছোলা খেতে ভালোবাসে ?
গাধা ছোলা খেতে ভালোবাসে।
লোকা ধোবার খুড়ো কি কি বেচে ?
লোকা ধোবার খুঁড়ো সুতো বেচে উল বেঁচে।
ডোবার জল কেমন?
ডোবার জল বড় ঘোলা।
মেজ মাসির হাতিটা কেমন?
সেটি বুড়ো হাতি।
মেজ মাসির নাতির ঘোড়াটি কেমন?
ঘোড়াটি কালো তার পিঠে ডোরা দাগ।
ঘোড়াটি জোড়ে চলে না কেন?
ঘোড়াটির পায়ে ফোঁড়া তাই জোরে চলেনা
সহজ পাঠ
প্রথম ভাগ
অষ্টম পাঠ
দিনে হই এক-মতো, রাতে হই আর।
রাতে-যে স্বপন দেখি মানে কী-যে তার।
আমাকে ধরিতে যেই এলো ছোটো কাকা
স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা।
দুই হাত তুলে কাকা বলে, থামো থামো,
যেতে হবে ইসকুলে, এই বেলা নামো।
আমি বলি,কাকা, মিছে করো চেঁচামেচি,
আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেচি।
ফিরিব বাতাস বেয়ে রামধনু খুঁজি,
আলোর অশোক-ফুল চুলে দেবো গুঁজি।
সাত-সাগরের পারে পারিজাত-বনে
জল দিতে চ’লে যাবো আপনার মনে।
যেমনি এ কথা বলা অমনি হঠাৎ
কড়কড় রবে বাজ মেলে দিল দাঁত।
ভয়ে কাঁপি, মা কোথাও নেই কাছাকাছি,
ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি।
কি মেলে উড়ে গেলাম ?
পাখা মেলে উড়ে গেলাম ।
চুলে কি গুঁজে দেব ?
চুলে আলোর অশোক ফুল গুঁজে দেব।
পারিজাত বন কোথায়?
পারিজাত বন সাত সাগর পাড়ে
কে দুই হাত তুলে থামতে বলে?
কাকা দুই হাত তুলে থামতে বলে।
ঘুম ভাঙতে কি দেখলাম ?
ঘুম ভাঙতে চেয়ে দেখলাম বিছানায় আছি।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury
গল্প :- নরহরি দাস লেখকঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখক পরিচিতি ও বাংলা সাহিত্যের খ্যাতনামা লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ১৮৬৩ সালে জন্মগ্রহণ করেন। তাঁর লেখা কয়েকটি জনপ্রিয় বই হলো টুনটুনির বই, গুপী গাইন বাঘা বাইন, ছেলেদের রামায়ণ ও ছেলেদের মহাভারত প্রভৃতি। ১৯১৩ সালে তিনি ছোটোদের জন্য 'আদেশ' নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকার প্রচ্ছদ ও অন্যান্য ছবি তিনি নিজের হাতে আঁকতেন। বাংলায় আধুনিক মুদ্রণশিল্পের অন্যতম পথিকৃৎ বলা যায় তাঁকে। প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় ছিলেন তাঁর সুযোগ্য পুত্র। ১৯১৫ সালে এই খ্যাতনামা লেখকের জীবনাবসান হয়। আলোচ্য গল্পটি লেখকের টুনটুনির বই থেকে নেওয়া হয়েছে। নরহরি দাস গল্পের সারসংক্ষেপ সারসংক্ষেপ - মাঠের পাশে এক বনের ধারে এক মস্ত পাহাড়ের এক গর্ভে একটি ছাগলছানা তার মায়ের সঙ্গে থাকত। সে ছিল ছোটো, বাইরে যেতে চাইলেই তার মা তাকে বাঘ-ভালুকে ধরবে, সিংহ খেয়ে ফেলবে হলে ভয় দেখাতো, এরপর যখন সে একটু বড়ো হল তার ভয়ও কমলো তখন সে একটি গর্ভের বাইরে চলে এল। সেখানে সে একটি ষাঁড়তে ঘাস খেতে দেখল, সে ভাবল ষাঁড়টিও বুঝি তার মতো ছাগল। খুব ভালো...
বনভোজন - গোলাম মোস্তাফা । Bonvojon - Gulam Mustafa । প্রশ্ন ও উত্তর
বনভোজন - গোলাম মোস্তাফা কবিতা : বনভোজন কবিঃ গোলাম মোস্তাফা কবি পরিচিতি: অধুনা বাংলাদেশের অন্তর্গত বিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সপ্তান্ত ও উচ্চশিক্ষিত পরিবারে ১৮৮৭ সালে কবি গোলাম মোস্তাফার জন্ম হয়। ছাত্রাবস্থা থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। বাংলা ও আরবি ভাষায় তাঁর সমান দখল ছিল। তাঁর প্রথম উপন্যাস "রূপের নেশা"। ১৯২৪ খ্রিস্টাব্দে তাঁর প্রথম কবিতা গ্রন্থ 'রক্তরাগ' প্রকাশিত হয়েছিল। বহু ইংরেজি ও আরবি গ্রন্থের বাংলা তরজমা ছাড়াও গোলাম মোস্তাফা অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন। সেগুলির মধ্যে উল্লেখ্যযোগ্য 'হাস্নাহেনা, ভাবুক, সাহারা, গুলিস্তান, বুলবুলিস্তান প্রভৃতি। ১৯৬৪ সালে কবির জীবনাবসান হয়। সারমর্ম / বনভোজন কবিতার সারাংশ : কবিতাটিতে কবি এক গ্রীষ্মের দুপুরে কয়েকটি চল্গুলা বালিকার মিছিমিছি বা খেলার ছলে বনভোজনের এক মধুর চিত্র তুলে ধরেছেন। বৈশাখ মাসে এক দুপুরে না ঘুমিয়ে নুরু, পুষি, আয়যা, শফি এই চারটি বালিকা সখের রাঁধুনি হয়ে কনভোজন করতে জড়ো হয়েছে আমবাগিচার তলায়। তারা সবাই আজ ভোজের নিমন্ত্রণে ব্যস্ত। তারই এক বিপুল আয়োজনে তারা বসে গেছে। তাদের মধ্যে কেউ এনে...
সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর
সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম শ্রেণির সমন্বিত পুস্তকে ' সহজ পাঠ' ‘প্রথম ভাগ’ বইটিকে ছোটো ছোটো ভাই বোনেদের বাড়িতে অভ্যাস করার জন্য এই প্রয়াস। অতিরিক্ত কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল। শিক্ষক ও অভিভাবকগণ প্রয়োজন বোধে এই প্রশ্ন ও উত্তরগুলি ছাত্র-ছাত্রীদের অভ্যাস করাতে পারবেন। শূন্য স্থান পূরণ করো ছোটো খোকা বলে অ আ । শেখে নি সে কথা কওয়া। হ্রস্ব ই দীর্ঘ ঈ বসে খায় ক্ষীর ই ঈ । হ্রস্ব উ দীর্ঘ উ ডাক ছাড়ে উ ঊ । ঘন মেঘ বলে ঋ দিন বড়ো ঋ । বাটি হাতে এ ঐ হাঁক দেয় দে দৈ । ডাক পাড়ে ও ঔ ভাত আনো বড়ো বউ । ক খ গ ঘ _ গেয়ে জেলে ডিঙি চলে _ । গান , বেয়ে চরে বসে _ ঙ চোখে তার লাগে _। রাঁধে, ধোঁয়া চ ছ জ ঝ দলে দলে _ নিয়ে _ চলে। বোঝা , হাটে খিদে পায় খুকি ঞ, শুয়ে _ কিঁয়ো _। কাঁদে ,কাঁদে টঠডঢ করে _, কাঁধে নিয়ে ঢাঁক _ । গোল , ঢোল বলে _ ণ চুপ করো কথা _। মূর্ধন্য , শোনো ত থ দ ধ বলে _ , _ পাড়ি চলো যাই। ভাই ,...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন