ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

সহজ পাঠ প্রথম ভাগ অষ্টম পাঠ । sahajpath prothom vag asthom path

সহজ পাঠ 
প্রথম ভাগ
 অষ্টম পাঠ


 ভোর হ’লো। ধোবা আসে। ঐ তো ______ ধোবা। গোরা বাজারে বাসা। ওর ______ খুব মোটা, গাল ফোলা।

ঐ-যে ওর পোষা _____। ওর _____ বোঝা। খুলে দেখো। আছে ধুতি। আছে ______, মোজা, সাড়ি। আরো কত কী।

ওর খুড়ো ____ বেচে, উল বেচে। ওর মেসো বেচে _____ তোড়া।

ধোবা কোথা____. কাচে,জানো? ঐ-যে ডোবা, ওখানে। ওর _____ বড়ো ঘোলা।

______ ছোলা খেতে ভালোবাসে। ওকে কিছু ____ খেতে দাও।

ছোলা কোথা পাব? ঐ-যে ঘোড়া ছোলা খায়। ওর ____ খোলা আছে।

ঐ _______। ওখানে আজ বিয়ে। তাই ঢের ঘোড়া এলো,গাড়ি এলো। এক জোড়া _____ এলো। মেজো মেসো ___ চ’ড়ে আসে। ওটা বুড়ো _____। তার নাতি ঘোড়া চড়ে। _____ ঘোড়া। পিঠে ডোরা দাগ। পায়ে তার ফোড়া, জোড়ে চলে না। ____ বাজে। ঘোড়া ঘোর _____ পায়।

উত্তর ঃ- লোকা, খোকা, গাধা, পিঠে, জামা,সুতো, ফুলের, ধুতি, জল , গাধা, ছোলা, ঘর, কোঠাবাড়ি, হাতি, হাতি,  হাতি, কালো, ঢোল, ভয়, 


প্রশ্ন ও উত্তর 
লোকা ধোবার বাসা কোথায় ?
লোকা ধোবার বাসা গোরাবাজারে। 
বোঝার ভেতরে কি কি আছে ?
 বোঝার ভেতরেই আছে ধুতি জামা-মোজা শাড়ি।
কে ছোলা খেতে ভালোবাসে  ?
গাধা ছোলা খেতে ভালোবাসে।
 লোকা ধোবার খুড়ো কি কি বেচে ?
লোকা ধোবার খুঁড়ো সুতো বেচে উল বেঁচে। 

ডোবার জল কেমন?
 ডোবার জল বড় ঘোলা।
মেজ মাসির হাতিটা কেমন?
 সেটি বুড়ো হাতি।
 মেজ মাসির নাতির ঘোড়াটি কেমন?
 ঘোড়াটি কালো তার পিঠে ডোরা দাগ।
 ঘোড়াটি জোড়ে  চলে না কেন?
 ঘোড়াটির পায়ে ফোঁড়া তাই জোরে চলেনা

সহজ পাঠ 
প্রথম ভাগ
 অষ্টম পাঠ


 দিনে হই এক-মতো, রাতে হই আর।
 রাতে-যে স্বপন দেখি মানে কী-যে তার।
আমাকে ধরিতে যেই এলো ছোটো কাকা
 স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা।
দুই হাত তুলে কাকা বলে, থামো থামো,
যেতে হবে ইসকুলে, এই বেলা নামো।
আমি বলি,কাকা, মিছে করো চেঁচামেচি,
 আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেচি।
 ফিরিব বাতাস বেয়ে রামধনু খুঁজি,
আলোর অশোক-ফুল চুলে দেবো গুঁজি।
 সাত-সাগরের পারে পারিজাত-বনে
জল দিতে চ’লে যাবো আপনার মনে।
যেমনি এ কথা বলা অমনি হঠাৎ
কড়কড় রবে বাজ মেলে দিল দাঁত।
 ভয়ে কাঁপি, মা কোথাও নেই কাছাকাছি,
ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি।

কি মেলে উড়ে গেলাম ?
পাখা মেলে উড়ে গেলাম । 
চুলে কি গুঁজে দেব ?
 চুলে আলোর অশোক ফুল  গুঁজে দেব।
 পারিজাত বন কোথায়?
 পারিজাত বন সাত সাগর পাড়ে
 কে দুই হাত তুলে থামতে বলে?
 কাকা দুই হাত তুলে থামতে বলে। 
 ঘুম ভাঙতে কি দেখলাম ?
ঘুম ভাঙতে চেয়ে দেখলাম বিছানায় আছি। 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury

বনভোজন - গোলাম মোস্তাফা । Bonvojon - Gulam Mustafa । প্রশ্ন ও উত্তর

সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর