ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

sahaj path । prothom vag । pancham path । সহজ পাঠ প্রথম ভাগ পঞ্চম পাঠ

 সহজ পাঠ 
প্রথম ভাগ
 পঞ্চম পাঠ


চুপ ক’রে ব’সে ঘুম পায়। চলো, ঘুরে আসি। _____ তুলে আনি।


আজ খুব _____। কচুপাতা থেকে টুপ্‌ টুপ্‌ ক’রে _____পড়ে। ঘাস ভিজে। পা ভিজে যায়। দুখী বুড়ী উনুন-ধারে উবু হয়ে ব’সে _______ পোহায় আর গুন্‌ গুন্‌ গান গায়।


______ টুপী খুলে _____ মুড়ি দিয়ে শুয়ে আছে। ওকে চুপি চুপি ডেকে আনি। ওকে নিয়ে যাব _______। ______ পেড়ে খাব। কুলগাছে ______ বাসা ক’রে আছে। তাকে কিছু বলিনে।


আজ বুধবার, ছুটি। নুটু তাই খুব ____। সেও যাবে কুলবনে। কিছু মুড়ি নেব আর ____। চড়ি-ভাতি হবে। ঝুড়ি নিতে হবে। তাতে কুল ভ’রে নিয়ে বাড়ি যাব। _____ খুসি হবে। ঊষা খুসি হবে। বেলা হলো। মাঠ ধূ ধূ করে। থেকে থেকে হূ হূ হাওয়া বয়। দূরে ধুলো ওড়ে। চুনি মালী কুয়ো থেকে জল তোলে আর _____ ডাকে ঘু ঘু।


উত্তরঃ ফুল, শীত,হিম,  আগুন, গুপী, শাল, কুলবনে, কুল ,  টুনটুনি, খুসি, নুন, উমা, ঘুঘু

 আমাদের ছোটো নদী


 আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে,

  বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।

পার হয়ে যায় গোরু,পার হয় গাড়ি,

দুই ধার উঁচু তার,ঢালু তার পাড়ি।

চিক্‌চিক্‌ করে বালি,কোথা নাই কাদা,

এক ধারে কাশবন ফুলে ফুলে শাদা।

 কিচিমিচি করে সেথা শালিখের ঝাঁক,

 রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

 আর-পারে আমবন তালবন চলে,

গাঁয়ের বামুনপাড়া তারি ছায়াতলে।

 তীরে তীরে ছেলেমেয়ে নাহিবার কালে

 গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।

সকালে বিকালে কভু-নাওয়া হলে পরে

আঁচলে ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।

বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,

 বধুরা কাপড় কেচে যায় গৃহকাজে।

আষাঢ়ে বাদল নামে,নদী ভর-ভর—

মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।

মহাবেগে কলকল কোলাহল ওঠে,

ঘোলাজলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।

দুই কূলে বনে বনে প’ড়ে যায় সাড়া,

 বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।


সহজ পাঠ প্রথম ভাগ পঞ্চম পাঠ প্রশ্ন ও উত্তর 


১. কোন মাসে ছোট নদীর হাটু জল থাকে ?

বৈশাখ মাসে ছোট নদীর হাটু জল থাকে।

২.  কি ফুলে ফুলে সাদা হয়ে থাকে ? 

কাশবন ফুলে ফুলে সাদা হয়ে থাকে। 

৩.  কারা কাপড় কেচে গিয়েও কাজে যায়?

 বধূরা কাপড় কেচে গিয়েও কাজে যায়।

৪.  কখন বাদল নামে?

 আষাঢ় মাসে বাদল নামে। 

৫. কোন উৎসবে পাড়া জেগে ওঠে?

 বর্ষার উৎসবে পারা জেগে ওঠে।



সহজ পাঠ প্রথম ভাগ প্রশ্ন উত্তর

সহজ পাঠ প্রথম ভাগ  পঞ্চম পাঠ

সহজ পাঠ প্রথম ভাগ  পঞ্চম পাঠ প্রশ্ন উত্তর

সহজ পাঠ ১ম ভাগ pdf

সহজ পাঠ প্রথম ভাগ  পঞ্চম পাঠ অনুশীলন  

সহজ পাঠ প্রথম ভাগ পঞ্চম পাঠ প্রথম শ্রেণী 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury

বনভোজন - গোলাম মোস্তাফা । Bonvojon - Gulam Mustafa । প্রশ্ন ও উত্তর

সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর