বনের পথে । boner pothe । ঘুড়ি ওড়াবার দিনে । ghuri urabar dine
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
দ্বিতীয় শ্রেণী
বাংলা
বনের পথে
আলিবাবা ক্বচিৎ এ পথে আসে। ঘন বনে এগোনো শক্ত। ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লাতিথির চাঁদের আলোয় ভাবছে চারপাশ। ভয় হয়, বনের পথে না জানলে বিপদ । তবে মাথায় সবসময় ঘোরে সেই 'চিচিং-ফাঁক'।
চলো অপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি :
ক্ব= ক + বা ক্ত = ক + ত
ক্ক =ক + ক ক্ল = ক + ল
এসো এ রকমের নতুন কথা শিখি:
এক্কা, মুক্তি, ক্লাস, পক্ব।
ঘর পূরণ করি:
শ + ক্ত = ___ ধা+ ক্কা = ____
উত্তর- শ + ক্ত = শক্ত
ধা+ ক্কা = ধাক্কা।
শব্দার্থ : আলিবাবা—একজনের নাম।' ক্কচিৎ-কদাচ। পথ—রাস্তা। ঘন—গভীর। শক্ত—কঠিন।
ডালপালা — শাখাপ্রশাখা। ধাক্কা— ঠেলা। ভয় আশঙ্কা। বন-অরণ্য। সবসময় — সর্বদা।
১. এ পথে ক্বচিৎ কে আসে?
উঃ। আলিবাবা।
২. কোথায় এগোনো শক্ত?
ঘন বনে
৩. ডালপালায় ধাক্কা দিয়ে কী এগিয়ে চলে?
উঃ। ঘোড়া।
৪. কীসের আলোয় চারপাশ ভাসছে?
উঃ। শুক্লাতিথির চাঁদের আলোয়।
৫. কী না জানলে বিপদ?
উঃ! বনের পথ না জানলে বিপদ।
৬ মাথায় সবসময় কী ঘোরে?
উঃ। চিচিং ফাঁক ।
ঘুড়ি ওড়াবার দিনে
শুক্রবার এলে বিক্রমের ভারী মজা, সামনেই শনি রবির ছুটি। ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ। ঘুড়ি ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই।
ক + র = ক্র
ক + ষ = ক্ষ
বক্র , চক্র, পক্ষ , অক্ষর
ক্র + ম + শ = ক্রমশ
ক্র + মি + ক = ক্রমিক
স + ক্ষ + ম = সক্ষম
শি + ক্ষ + ক = শিক্ষক
শব্দার্থ : বিক্রম—একজনের নাম বিশেষ। ভারি খুব। মজা- -আনন্দ। দক্ষ — পটু। সমকক্ষ ---সমান সমান।
প্রশ্নোত্তর
১. শুক্রবার এলে কার ভারি মজা?
উঃ। বিক্রমের।
২. বিক্রমের ভারি মজা কেন?
উঃ। সামনেই শনি-রবির ছুটি।
৩. কে কে ঘুড়ি ওড়াতে সক্ষম?
উঃ। বিক্রম ও টিপু।
৪. ঘুড়ি ওড়ানোয় কাদের সমকক্ষ কেউ নেই?
উঃ। বিক্রম ও টিপুর সমকক্ষ কেউ নেই।
আকাশে কত তারা
রাতের আকাশে অসংখ্য তারা । মগ্ন হয়ে গুনি। দিনের আকাশে থাকে রবি। তার হলো জাগ্রত থাকে চারপাশ । রবির কিরণে মুছে যায় সব গ্লানি মুগ্ধ হয়ে দেখি ।
খ + য = খ্য
গ + ন = গ্ন
গ + র = গ্র
গ + ল = গ্ল
গ + ধ = গ্ধ
একইরকমের নতুন কথা শিখি -
মুখ্য , ভগ্ন , গ্রাম , গ্লাস , দগ্ধ
খ্যাতি = খ্যা + তি
সখ্য = স + খ্য
গ্রাম = গ্রা + ম
রুগ্ন = রু + গ্ন
দুগ্ধ = দু + গ্ধ
শব্দার্থ : রাত-নিশি। আকাশ — গগন। অসংখ্য — অনেক। তারা নক্ষত্র। মগ্ন - বিভোর। দিন--দিবস।
রবি – সূর্য। আলো—উত্তাপ। জাগ্রত- জেগে থাকা। কিরণ— উত্তাপ। মুগ্ধ —অবাক।
প্রশ্নোত্তর
১. কোথায় অসংখ্য তারা আছে?
উঃ। রাতের আকাশে।
২. তারাগুলি কীভাবে গুনি?
মগ্ন হয়ে
৩. দিনের আকাশে কী থাকে?
উঃ। রবি।
৪. কার আলোয় জাগ্ৰত থাকে চারপাশ?
উঃ। রবির আলোয়।
৫. রবির কিরণ কী মুছে দেয়?
উঃ। সব গ্লানি।
খেলার মাঠে
আজ ছিল ফাইনাল খেলা । গ্যালারিতে খুব ভিড়। দিগ্বিদিক থেকে লোক এসেছে। কোন দলই গোল করতে পারল না । খেলা শেষে দু দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো। একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল । মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে ওঠে।
গ + য = গ্য
গ + ম = গ্ম
ঘ + ন = ঘ্ন
ঘ + র = ঘ্র
যোগ্য , বাগ্মী , প্রাণ , তমোঘ্ন
বামদিকের সাথে ডানদিক মেলাই ঃ -
দিগ্বিদিক - চারিদিক
গ্যালারি - মাঠে বসার জায়গা
যুগ্ম - দুজন একসাথে
বিঘ্ন - বাধা
শীঘ্র - তাড়াতাড়ি
শব্দার্থ : গ্যালারি—মাঠে বসার জায়গা। খুব —ভীষণ। ভিড় জমজমাট। দিগ্বিদিক- চারিদিক
লোক- নর/মানুষ। দল-টিম। যুগ্ম–দুজন একসাথে। বিজয়ী— জয়ী। আহত-আঘাত পেয়েছে এমন।
বিঘ্ন-বাধা। মাঠ প্রাপ্তর ক্ষেত্র। চিকিৎসক - ডাক্তার শীঘ্র—তাড়াতাড়ি।
১. আজ কী ছিল?
উঃ ফাইনাল খেলা।
২. কোথায় খুব ভিড়?
উঃ। গ্যালারিতে।
৩. দিগ্বিদিক কারা এসেছে?
উঃ লোক
৪. কারা গোল করতে পারল না?
উঃ। কোনো দলই।
৫. খেলা শেষে কাদের বিজয়ী ঘোষণা করা হল?
উঃ। দু-দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হল।
৩. কেন খেলায় বিঘ্ন ঘটেছিল?
উঃ। একজন আহত হওয়ায়।
৭. মাঠে কে থাকায় সে শীঘ্র সেরে উঠে?
চিকিৎসক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন