সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম শ্রেণির সমন্বিত পুস্তকে 'সহজ পাঠ' ‘প্রথম ভাগ’ বইটিকে ছোটো ছোটো ভাই বোনেদের বাড়িতে অভ্যাস করার জন্য এই প্রয়াস। অতিরিক্ত কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল। শিক্ষক ও অভিভাবকগণ প্রয়োজন বোধে এই প্রশ্ন ও উত্তরগুলি ছাত্র-ছাত্রীদের অভ্যাস করাতে পারবেন।
শূন্য স্থান পূরণ করো
ছোটো খোকা বলে অ আ ।
শেখে নি সে কথা কওয়া।
হ্রস্ব ই দীর্ঘ ঈ বসে খায় ক্ষীর ই ঈ।
হ্রস্ব উ দীর্ঘ উ ডাক ছাড়ে উ ঊ ।
ঘন মেঘ বলে ঋ দিন বড়ো ঋ ।
বাটি হাতে এ ঐ হাঁক দেয় দে দৈ ।
ডাক পাড়ে ও ঔ
ভাত আনো বড়ো বউ ।
ক খ গ ঘ _ গেয়ে জেলে ডিঙি চলে _ । গান , বেয়ে
চরে বসে _ ঙ চোখে তার লাগে _। রাঁধে, ধোঁয়া
চ ছ জ ঝ দলে দলে _ নিয়ে _ চলে। বোঝা , হাটে
খিদে পায় খুকি ঞ, শুয়ে _ কিঁয়ো _। কাঁদে ,কাঁদে
টঠডঢ করে _, কাঁধে নিয়ে ঢাঁক _ । গোল , ঢোল
বলে _ ণ চুপ করো কথা _। মূর্ধন্য , শোনো
ত থ দ ধ বলে _ , _ পাড়ি চলো যাই। ভাই , আম
রেগে বলে _ ন, যাবো না তো _। দন্ত্য , কক্ষনো
প ফ ব ভ যায় _ , সারা দিন _ কাঁটে । মাঠে , ধান
ম চালায় _ গাড়ি, নিয়ে যায় _ । গরু , বাড়ি
য র ল ব ব'সে _, এক-মনে _ করে। ঘরে , পড়া
শ ষ স _ দিনে , ঘরে যায় _ কিনে। বাদল , ছাতা
_ মুড়ি দিয়ে হ ক্ষ _ বসে _ খ ক্ষ । শাল , কোনে , কাশে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন