sahaj path third part । সহজ পাঠের প্রথম ভাগ । তৃতীয় পাঠ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সহজ পাঠের তৃতীয় পাঠ
ঐ _____ ছাতা । দাদা যায় ______ । গায়ে ____জামা।
____ আনে চাল ডাল। আর কেনে _____ । আর কেনে _____ ।
দাদা কেনে ______ ______, _____ আনা দিয়ে।
দাদা ____ যায় _____ হাতে। ____ টাকা ।
আশাদাদা আজ _____ থেকে এলো। তার ____ গড় পারে ।
আশা দাদা তার_____ ______ কাল _____ ফিরে যাবে।
১. দাদা কোথায় যায় ?
দাদা হাটে যায়।
২. তার গায়ে কি?
তার গায়ে লাল জামা
৩. মামা কি হাতে যায় ?
মামা খাতা হাতে যায়
৪. মামা কি আনে ?
মামা আনে চাল ডাল
৫. কারা কারা খাবে ?
বাবা কাকা আর মামা খাবে
৬. কে কাজে যাবে ?
বাবা কাজে যাবে
৭. মা কি বলে ?
মা বলে খাজা গজা আর ছানা চাই
৮. দাদা কি কি কেনে?
দাদা কেনে পাকা আতা আখ আর জাম।
৯. আশা দাদা আজ কোথা থেকে এলো?
আশা দাদা আজ ঢাকা থেকে এলো ।
১০. আশাদাদার বাসা কোথায়?
তার বাসা গড়পারে।
১১. আশা দাদার ভাইয়ের নাম কি?
আশা দাদার ভাইয়ের নাম কালা
নাম তার মতিঝিল
_____গুলি ভেসে ভেসে করে_______ ( হাঁস , কোলাহল )
পাঁকে চেয়ে থাকে ____, _____ উড়ে চলে ( বক, চিল )
হেথা হোথা ______ জাগে, ______ দিয়ে ঢাকা ( ডাঙা , ঘাস )
কোথাও বা _____ ক্ষেত জলে আধো______ ( ধান , ডোবা )
ডিঙে চড়ে আসে ______, কেটে লয়_______ ( চাষি , ধান )
______ নিয়ে পার হয় রাখালের ______ ( মোষ , ছেলে )
বাঁশে বাধা _____ নিয়ে , ____ ধরে জেলে ( ডাল , মাছ )
_______ চলে ভেসে ভেসে, আকাশের ______ ( মেঘ , গায় )
অর্থ লেখ
বহু - অনেক
কোলাহল - হইচই
হেথা - এখানে
হোথা - ওখানে
আধো - আর্ধেক
ডিঙি - ছোট নৌকা
গায়ে - গ্রামে
১. কে পাকে চেয়ে থাকে?
পাকে বক চেয়ে থাকে
২. কে ঝুপ করে জলে পড়ে ?
মাছরাঙ্গা, ঝুপ করে জলে পড়ে
৩. ডাঙা কি দিয়ে ঢাকা ?
ঘাস দিয়ে ঢাকা ।
৪. চাষী কি কেটে নেয় ?
চাষী ধান কেটে নেয়।
৫. রাখালের ছেলে কি নিয়ে পার হয় ?
রাখালের ছেলে মোষ নিয়ে পার হয়।
৬. কে জাল নিয়ে মাছ ধরে
জাল নিয়ে জেলে মাছ ধরে
৭. আকাশের গায় কি ভেসে চলে
আকাশের গায়ে মেঘ ভেসে চলে।
৮. ঘন শ্যাওলার দল কোথায় ভেসে যায়
ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন