ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

সহজ পাঠ - দ্বিতীয় পাঠ । sahajpather dittiyo path

 সহজ পাঠ 
দ্বিতীয় পাঠ 


১ শূন্যস্থান পূরণ কর

১ রাম বনে _ পাড়ে । গায়ে তার লাল _। হাতে তার__। (ফুল , শাল, সাজি)

২ বেল ফুল _। __ ফুল লাল। জলে আছে __ ফুল। ( সাদা, জবা, নাল)

৩ ফুল তুলে রাম__ চলে । তার বাড়ি আজ_।  (বাড়ি,  পূজা )  

৪ _বাজে, _বাজে।  ঘরে ঘরে _  __।  ( ঢাক ঢোল ধুপ ধূনা) 

৫ ঐ যায় ভোলা_। __ নিয়ে ছোটে । ছোট__ দোলা চড়ে দোলে। ( মালী  মালা খোকা )

৬  ভারী আনে ঘড়া ঘড়া _। __ আনে সরা __ __।  ( জল, মুটে, খুরি, কলাপাতা )

৭ কত লোক _ গাবে । সাত দিন _। __ ভাই মিলে খেলা হবে। ( গান, ছুটি, তিন ) 





১ কে বনে ফুল পাড়ে ?

রাম বনে ফুল পাড়ে।

২ রাম কি কি ফুল তোলে? 

রাম জবা ফুল, বেল ফুল তোলে।

৩ কখন পূজা হবে ? 

পূজা হবে রাতে ।

৪ পথে কি চলে?

 পথে কত লোক চলে । 

৫ রাতে কেমন বাতি হবে ?

রাতে লাল নীল বাতি হবে।

৬ গরু কি টানে ? 

গরু গাড়ি টানে 

৭. সরা ভরা কি আছে 

সরা ভরা চিনি ছানা আছে

৮.  কতদিন ছুটি?

 সাতদিন ছুটি । 

৯. থলে ভরা কি আছে? 

থলে ভরা কৈ মাছ ,বাটা মাছ আছে। 

১০. গাড়ি গাড়ি কি আসে ? 

গাড়ি গাড়ি শাক, লাউ, আলু, কলা আসে ।

১১. কে দোলা চড়ে দোলে ?

ছোট খোকা দোলা চড়ে দোলে


কালো রাতি গেল ঘুচে



কালো রাতি গেল ঘুচে,
আলো তারে দিল মুছে।
পূব দিকে ঘুম-ভাঙা।
হাসে ঊষা চোখ-রাঙা।
নাহি জানি কোথা থেকে
ডাক দিল চাঁদেরে কে।
ভয়ে ভয়ে পথ খুঁজি
চাঁদ তাই যায় বুঝি।
তারাগুলি নিয়ে বাতি
জেগেছিল সারা রাতি,
নেমে এল পথ ভুলে
বেলফুলে জুঁইফুলে।
বায়ু দিকে দিকে ফেরে
ডেকে ডেকে সকলেরে।
বনে বনে পাখী জাগে,
মেঘে মেঘে রঙ লাগে।
জলে জলে ঢেউ ওঠে,
ডালে ডালে ফুল ফোটে।



__ দিকে ঘুম ভাঙা,  হাসে___ চোখ রাঙা, (পূর্ব , ঊষা )

 ভয়ে ভয়ে__ খুঁজি, ____ তাই যায় বুঝি (পথ , চাঁদ ) 

 তারাগুলি নিয়ে ___,  জেগে ছিল সারা _____ ( বাতি , রাতি )

_____ দিকে দিকে ফেরে, ডেকে ডেকে ______ ( বায়ু , সকলেরে )

 বনে বনে _____  জাগে, মেঘে মেঘে _____ লাগে ( পাখি , রঙ )

মানে লেখ বা অর্থ লেখ ঃ-

রাত্রি -রাত

 ঘুচে -কেটে/শেষ হওয়া

 ঊষা  -ভোর 

বাতি -আলো 

বায়ু -বাতাস/ হাওয়া 

ফিরে- ঘুরে বেড়ায় বা বয়ে যায়


১. কাল রাত্রি কে মুছে দিল?

কাল রাত্রি আলো মুছে দিল

২. পূর্বদিকে কে হাসে ?

পূর্ব দিকে ঊষা আসে। 

৩.চাঁদ কেমন করে পথ খুঁজে যায়?

 চাঁদ ভয়ে  ভয়ে  পথ খুজে যায়

 ৪. কারা সারা রাত্রি জেগে ছিল?  

তারা গুলি সারারাত্রি জেগে ছিল 

৫. তারা পথ ভুলে কোথায় নেমে এলো ?

বেল ফুলে,  জুই ফুলে নেমে এলো

৬. কোথায় ঢেউ ওঠে  ? 

জলে জলে ঢেউ ওঠে

৭. কোথায় ফুল ফোটে? 

ডালে ডালে ফুল ফোটে











মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury

বনভোজন - গোলাম মোস্তাফা । Bonvojon - Gulam Mustafa । প্রশ্ন ও উত্তর

সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর