ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

sahajpath prothom vag chothurtopath । সহজ পাঠ । প্রথম ভাগ । চতুর্থ পাঠ

সহজ পাঠ । প্রথম ভাগ । চতুর্থ পাঠ

বিনিপিসি, ___  আর দিদি দিকে আছে। যে ______  ঘাটে যায়। 

 বামি  ____  নিয়ে যায়। সে ______  নিয়ে নিজে ঘটি মাজে। রানীদিদি যায় না। রানীদিদি ঘরে। তার যে তিনদিন ___ তার কাছে আছে মা, মাসি আর কিনি।

 চলো ভাই ___  এই তালবন দিয়ে _____ । তার পরে তিলক্ষেত। তার পরে তিসিক্ষেত। তার পর দীঘি।  ___ খুব নীল। ধারে ধারে ____  জলে আলো ঝিলিমিলি করে। বক মিটি মিটি চায় আর মাছ ধরে।

  যে _____ ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়। ভাই, ঘড়ি আছে কি? দেখি। -টা যে বাজে, আর দেরি নয়। এইবার আমি বাড়ি যাই। তুমি এস পিছে পিছে। _____  খাবে, দেখ এসে।

  কী পাখী? যে টিয়ে পাখী। পাখী কি কিছু কথা বলে? কী কথা বলে? বলে রাম রাম হরি হরি। কী খায়? খায় দানা। _____  ওর বাটি -রে আনে দানা। বুড়ী দাসী আনে জল।

 _____ কি ওড়ে?

 না, পাখী ওড়ে না, ওর পায়ে ______ ।

  আগে ছিল _____ ।  _____  নদী ছিল, নিজে গিয়ে জল খেত।

 দীনু এই পাখী পোষে।

উত্তর --- 

বামি, তিনজনে, ঘটি, মাটি,  কাশি, কিনি,  নীলু, পথ, জল, কাদা, বামি , পাখী, রানীদিদি, পাখী, বেড়ি, বনে



১. বামি কি দিয়ে ঘটি মাজে ?

 বামি মাটি দিয়ে ঘটি মাজে। 

 ২. কার তিনদিন কাশি ? 

রানু দিদির তিন দিন কাশি 

৩. তার কাছে কে কে আছে ?

তার কাছে মা মাসি কিনি আছে ।

৪. দীঘির জল কেমন 

দীঘির জল খুব নীল

৫.  জলে কি ঝিলমিল করে?

জলে আলো ঝিলমিল করে ।

৬. পাখি কি খায় ?

পাখি দানা খায়।

৭.  পাখি কি ওড়ে ?

 না, পাখি ওড়ে না। 

৮. পাখির পায়ে কি?

 পাখির পায়ে বেড়ি। 

৯. পাখি কি কথা বলে ?

 পাখি বলে রাম রাম হরি হরি

১০.  কে এই পাখি পোষে ?

 দিনু এই পাখি পোষে 


ছায়ার ঘোমটা মুখে টানি 

ছায়ার ঘোমটা মুখে টানি

আছে আমাদের পাড়াখানি।

দীঘি তার মাঝখানটিতে,

তালবন তারি চারিভিতে।

বাঁকা এক সরু গলি বেয়ে

জল নিতে আসে যত মেয়ে।

বাঁশগাছ ঝুঁকে ঝুঁকে পড়ে,

ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে।

পথের ধারেতে একখানে

হরিমুদী বসেছে দোকানে।

চাল ডাল বেচে তেল নুন,

খয়ের সুপারি বেচে চুন,

ঢেঁকি পেতে ধান ভানে বুড়ী,

খোলা পেতে ভাজে খই মুড়ি।

বিধু গয়লানী মায়ে পোয়

সকাল বেলায় গোরু দোয়।

আঙিনায় কানাই বলাই

রাশি করে সরিষা কলাই।

বড়বউ মেজবউ মিলে

ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে।

 

ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসাও।

______ তারি চারিভিতে।

বাঁকা এক ______ গলি বেয়ে

_______ কানাই বলাই

রাশি করে সরিষা ______ ।

বড়বউ _______ মিলে

ঘুঁটে দেয় ঘরের _______।

উত্তর - তালবন, সরু, আঙিনায়, কলাই, মেজবউ, পাঁচিলে


1.কি ঝুকে ঝুকে পড়ে ?

 বাঁশ গাছ ঝুকে ঝুকে পড়ে

২. কে দোকানে বসেছে?

 হরিমুদী দোকানে বসেছে 

৩. বুড়ি খোলা পেতে কি ভাজে?

 বুড়ি খোলা পেতে খই মুড়ি ভাজে

৪.  বিধু গোয়ালিনী কি করে?

 বিধু গোয়ালিনী গরু দোয় ।

৫.বড় বউ মেজ বউ কি করে ?

বড় বউ মেজ বউ ঘরের পাঁচিলে ঘুঁটে দেয়।

 



সহজ পাঠ প্রথম ভাগ প্রশ্ন উত্তর

সহজ পাঠ প্রথম ভাগ pdf

সহজ পাঠ ৩য় ভাগ pdf

সহজ পাঠ চতুর্থ ভাগ pdf

সহজ পাঠ প্রথম ভাগ অষ্টম পাঠ

সহজ পাঠ তৃতীয় ভাগ


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury

বনভোজন - গোলাম মোস্তাফা । Bonvojon - Gulam Mustafa । প্রশ্ন ও উত্তর

সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর