সহজ পাঠ
প্রথম ভাগ
নবম পাঠ
_____ এসো, গৌর এসো। ওরে কৌলু, দৌড়ে যা। চৌকি আন্।
গৌর, হাতে ঐ ______ কেন?
ঐ কৌটো ভ’রে মৌরি রাখি। ____ খেলে ভালো থাকি।
তুমি কী ক’রে এলে ______ ?
নৌকো ক’রে।
কোথা থেকে এলে?
_______ থেকে।
পৌষ মাসে যেতে হবে গৌহাটি।
গৌর, জানো ওটা কী পাখী।
ও তো বৌ-কথা-কও।
না, ওটা নয়। ঐ-যে জলে, যেখানে জেলে ______ মাছ ধরে।
ওটা তো ______। চলো, এবার খেতে চলো। ______ ভাত নিয়ে ব’সে আছে।
উত্তর ঃ- এসো, কৌটো, মৌরি, গৌর, গৌরীপুর, মৌরলা, পানকৌড়ি, সৌরিদিদি
সহজ পাঠ
প্রথম ভাগ
নবম পাঠ
নদীর ঘাটের কাছে
নৌকো বাঁধা আছে,
নাইতে যখন যাই, দেখি সে
জলের ঢেউয়ে নাচে।
আজ গিয়ে সেইখানে
দেখি দূরের পানে
মাঝনদীতে নৌকো, কোথায়
চলে ভাঁটার টানে।
জানি না কোন্ দেশে
পৌঁচে যাবে শেষে,
সেখানেতে কেমন মানুষ
থাকে কেমন বেশে।
থাকি ঘরের কোণে,
সাধ জাগে মোর মনে,
অম্নি ক’রে যাই ভেসে, ভাই,
নতুন নগর বনে।
দূর সাগরের পারে,
জলের ধারে ধারে,
নারিকেলের বনগুলি সব
দাঁড়িয়ে সারে সারে।
পাহাড়-চুড়া সাজে
নীল আকাশের মাঝে,
বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া
কেউ তা পারে না-যে।
কোন্ সে বনের তলে
নতুন ফুলে ফলে
নতুন নতুন পশু কত
বেড়ায় দলে দলে!
কত রাতের শেষে
নৌকো-যে যায় ভেসে;
বাবা কেন আপিসে যায়,
যায় না নতুন দেশে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন