নাও চলেছে । NAO CHOLECHHE । মা বিড়াল আর ছানা বিড়াল । মেলার মাঠে । ঘাসের নকশা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
নাও চলেছে
ওই ভাসে ময়ূরপঙ্খী নাও। কঙ্কা ওতে চলেছে । আকাশে শঙ্খচিল । ওরা যাবে মঙ্গলপুর । নবীন সঙ্ঘের মাঠে হবে চড়ুই ভাতি ।
ঙ + ক = ঙ্ক
ঙ +গ = ঙ্গ
ঙ+খ = ঙ্খ
ঙ +ঘ = ঙ্ঘ
অঙ্ক , শঙ্খ , রঙ্গ , জঙ্ঘা
অঙ্কন , জঙ্গল , লবঙ্গ , লঙ্ঘন
শব্দার্থ : ময়ূরপঙ্খী— ময়ূরের মত দেখতে নৌকার নাম বিশেষ। নাও—নৌকা।। কঙ্কা— একটি মেয়ের নাম বিশেষ। আকাশ – গগন | শঙ্খচিল—এক রকমের চিলের নাম বিশেষ। মঙ্গলপুর-জায়গা বিশেষ । মাঠ-প্রান্তর ক্ষেত্র। চড়ুইভাতি - বনভোজন।
প্রশ্নোত্তর
১. কী ভাসছে?
উঃ। ময়ূরপঙ্খী নাও।
২. কে ওতে চলেছে ?
উঃ কঙ্কা
৩. কোথায় শঙ্খচিল উড়ছে?
উঃ আকাশে।
৪. ওরা কোথায় যাবে?
উঃ। মঙ্গলপুর।
৫. কোথায় চড়ুইভাতি হবে?
উঃ নবীন সঙ্ঘের মাঠে।
মা বিড়াল আর ছানা বিড়াল
মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে । বাইরে খুব রোদ। মা খুঁজে বের করল ছায়ার আচ্ছাদন। খুশি হয়ে ছানারা চ্যাটাল নাক ঘষছে মায়ের গায়ে।
চ+ চ = চ্চ
চ+ছ =চ্ছ
চ্য = চ+ য
চচ্চড়ি , আচ্ছা , পাচ্য ।
মোচ্ছব , সাচ্চা , চ্যালা ।
শব্দার্থ -
বিড়াল – গৃহপালিত পশু। খুব — ভীষণ। রোদ-সূর্যের তাপ। খুশি—আনন্দিত। নাক- অঙ্গ
বিশেষ। গায়ে শরীরে। আচ্ছাদন – ঢাকনা।
প্রশ্ন উত্তর
১. মা বিড়াল কাদের নিয়ে চলেছে?
উঃ। দুটো বাচ্চা।
২. কোথায় খুব রোদ ?
উঃ বাইরে।
৩. মা খুঁজে কী বের করল?
উঃ। ছায়ার আচ্ছাদন।
৪. কেন ছানারা নাক ঘষছে?
উঃ। খুশি হয়ে।
৫. কার গায়ে ছানারা নাক ঘষছে?
উঃ মায়ের গায়ে।
মেলার মাঠে
বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে। শীতের কুজ্ঝটিকা সরিয়ে চারিদিকে জ্বলে উঠল উজ্জ্বল আলো । ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলাপি । চারিদিকে আশা জ্ঞাত অজ্ঞাত মানুষের ভিড়ে জমে যায় মেলা।
ছ + য = ছ্য
জ + জ = জ্জ
জ + ঞ = জ্ঞ
জ + ব = জ্ব
জ + ঝ = জ্ঝ
জ + র = জ্র
জ + জ + ব = জ্জ্ব
ছ্যাদা , বিজ্ঞান, লজ্জা , জ্বালানি
অজ্ঞাত , মজ্জা , জ্বর
শব্দার্থ : মেলা-মিলনের স্থান। সাজসজ্জা—সাজপোশাক। কুজ্ ঝটিকা— অন্ধকার। তাক—অবাক।
উজ্জ্বল - জ্বলজ্বলে। জিলিপি –মিষ্টি বিশেষ জ্ঞাত-অজ্ঞাত—চেনা অচেনা। ভিড় —জমাটি।
১. কোথাকার মেলার সাজসজ্জা দেখে তাক লাগে
উঃ বজ্রপুরের।
২. কী সরিয়ে চারিদিক জ্বলে ওঠে উজ্জ্বল আলোয়?
উঃ। শীতের কু্জ্ ঝটিকা।
৩. শীতের কুজ্ ঝটিকা সরিয়ে চারিদিক কীসে জ্বলে ওঠে ?
উঃ। উজ্জ্বল আলোয়।
৪. ছ্যাঁক ছ্যাঁক করে কী ভাজা হয়?
উঃ। জিলিপি।
.৫. চারিদিক থেকে আসা ও জ্ঞাত - অজ্ঞাত নানা মানুষের ভিড় জমে কোথায় ?
উঃ। মেলায়।
ঘাসের নকশা
গাঁ- গঞ্জে গাছপালা বেশি। মাঠে শতরঞ্চির মতো ঘাসের নকশা । আকাশে মেঘের আনাগোনা । গাছগুলি ঝরঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারি খুশি ।
ঞ+ চ = ঞ্চ
ঞ + ছ = ঞ্ছ
ঞ + জ = ঞ্জ
ঞ + ঝ = ঞ্ঝ
বাঞ্ছা , মঞ্চ , গুঞ্জন , ঝঞ্ঝাট,
বঞ্চনা , চঞ্চল , গুঞ্জন, রঞ্জন , ঝঞ্ঝ , ঝঞ্ঝট
শব্দার্থ : গাঁ—গ্রাম। গাছপালা – উদ্ভিদ। বেশি— অনেক। মাঠ-প্রান্তর। আকাশ—গগন। মেঘ- জলদ।
ঝড়ঝঞ্ঝার – প্রবল বাতাস। লাঞ্ছনা অত্যাচার। ভারি খুব। খুশি-আনন্দিত।
প্রশ্নোত্তর
১. কোথায় গাছপালা বেশি?
উঃ। গাঁ-গঞ্জে।
২. আকাশে কীসের আনগোনা?
উঃ। মেঘের।
৩. মাঠে শতরঞ্চির মতো কীসের নকশা?
উঃ। ঘাসের।
৪. কারা ঝড়ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারি খুশি?
উঃ। গাছেরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন