সহজ পাঠের বনে থাকে বাঘ । রবীন্দ্রনাথ ঠাকুর । Bone Thake Bagh । Rabindranath Tagore
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সহজ পাঠের প্রথম পাঠ
বনে থাকে বাঘ
রবীন্দ্রনাথ ঠাকুর
১. ফাঁকা জায়গায় সঠিক কথা বসাই ঃ
১. জলে থাকে _______ । ________ থাকে পাখি । মাছ, গাছে
২. পাখি _______ খায় । _______ মেলে ওড়ে । ফল , পাখা
৩. ______ আছে আম বনে । গায়ে চাকা চাকা _____। বাঘ , দাগ
৪. ডালে ডালে _______ ডাকে । খালে ______ মাছ ধরে । কাক , বক
৫. ঐখানে ________ । তাতে আছে ________ ভরা । মৌ- চাক, মধু
২. প্রশ্ন ও উত্তর
১. বনে কে থাকে ? উঃ- বনে বাঘ থাকে ।
২. ডালে কী আছে ? উঃ- ডালে ফল আছে ।
৩. কে ফল খায় ? উঃ- পাখি ফল খায় ।
৪. আম বনে কে আছে ? উঃ- বাঘ আছে আম বনে ।
৫. পাখি বনে কি করে ? উঃ- পাখি বনে গান গায় ।
৬. মাছ জলে কি করে ? উঃ- মাছ জলে খেলা করে ।
৭. বনে কি ওড়ে ? উ ঃ - বনে মাছি ওড়ে ।
'আলো হয় গেলো ভয়' কবিতাটি পড়ে লেখো :
১. দিঘি জল _।
২. __ করে নাচ।
৩. _ দেয় তাল।
৪. ___কাটে ঘাস।
৫. বুড়ি দাই ___ ।
৬. __ বাঁধে ঘর।
৭. মধু রায় __।
উঃ ১. ঝলমল, ২. বাঁশ গাছ, ৩. ঝাউডাল, ৪. অবিনাশ, ৫. জাগে নাই, ৬. হরিহর, ৭. খেয়া বায়।
প্রশ্ন ও উত্তরগুলি পড়ো।
(ক) কারা ডাক দেয়?
উঃ কাক ডাক দেয়।
(খ) কে হাল ধরে?
উঃ জয়লাল হাল ধরে।
(গ) কে চাল আনে?
উঃ পাতু পাল চাল আনে।
(ঘ) খুদিরাম কী পাড়ে?
উঃ খুদিরাম জাম পাড়ে।
(ঙ) দীননাথ কী করে?
উঃ দীননাথ ভাত রাঁধে।
(চ) কে চাষ করে?
উঃ গুরুদাস চাষ করে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন