কবিতাঃ মালগাড়ি কবি : প্রেমেন্দ্র মিত্র কবি-পরিচিতিঃ ১৯০৩ সালে কবি প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয়। রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যে গদ্যে এবং পদ্যে নতুন রীতি যাঁদের হাত ধরে শুরু হয়েছিল প্রেমেন্দ্র মিত্র ছিলেন তাঁদের মধ্যে অগ্রগণ্য। তিনি গল্প, কবিতা, উপন্যাস, শিশু-কিশোর সাহিত্য, নাটক, প্রবন্ধ এবং অনুবাদমূলক রচনা সব বিষয়েই সমান দক্ষ ছিলেন। 'কালিকলম' পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। 'কল্লোল' পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। প্রথমা, সম্রাট, সাগর থেকে ফেরা, ফেরারি ফৌজ ইত্যাদি কাব্যগ্রন্থ পাক হানাবাড়ি, মিছিল, বিসর্পিল ইত্যাদি উপন্যাস, তেলেনাপোতা আবিষ্কার, শুধু কেরানি, শৃঙ্খল, হয়তো ইত্যাদি ছোটোগল্প তিনি রচনা করেছেন। ছোটোদের জন্য নানান রকমের রহস্য গল্প এবং গোয়েন্দা কাহিনি তিনি লিখেছেন। ঘনাদা চরিত্র প্রেমেন্দ্র মিত্রের অবিস্মরণীয় সৃষ্টি। সাগর থেকে ফেরা' কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার এবং আকাদেমি পুরস্কার পান। ১৯৮৮ সালে কবির জীবনাবসান হয়। মালগাড়ি কবিতার সারমর্ম কবি তাঁর এই কবিতায় নিজে একটি মালগাড়ি হতে চেয়েছেন। তিনি কোনো তুফান বা মেল ট্রেন হতে চান ...