ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

Students will identify the letters (k,I,m) from the words । বাংলা ভূমির দান



'বাংলা ভূমির দান' শীর্ষক ‘ব্রতচারী' গানটি বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকার নির্দেশমতো গাইতে হবে।
ব্রতচারীর গান—বাংলা ভূমির দান

মোরা বাংলাভূমির ব্রতচারী বাংলাভূমির মান

বাংলাভূমির জনসেবায় জীবন মোদের দান।।

এক তালেতে যাত্রা মোদের এক সুরেতে গান—

এক ডোরেতে যুক্ত মোরা করি বহুর প্রাণ।।

আনব বটে জগৎ ঘুরে দেশ-বিদেশের জ্ঞান,

তবু রাখব ধরে সমাদরে বাংলাভূমির দান।

বাংলাভূমির দান, মোদের বাংলাভূমির দান।।

এই ব্রতচারী গানটি রচনা করেছেন গুরুসদয় দত্ত। 

তিনি বাংলার ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা


Students will identify the letters (k,I,m) from the words 


kangaroo (ক্যাঙ্গারু)-ক্যাঙ্গারু

king (কিং)—রাজা

key (কি) – চাবি

lion (লায়ন) সিংহ 

lamb (ল্যাম্ব) ভেড়া

monkey (মাংকি) বাঁদর 

mat (ম্যাট)—মাদুর

kite (কাইট) – ঘুড়ি

leaf (লীফ)— পাতা

lock (লক)–তালা

mango (ম্যাংগো) আম

 map (ম্যাপ)-মানচিত্র



শিক্ষার্থীরা ছবি দেখে চেনা জানা অভিজ্ঞতার সাহায্যে রং করবে।

এসো রং করি :

পাখিগুলি কোথায় থাকে, কী খায় জানার চেষ্টা করো।

উঃ। পাখিদুটি হল হাঁস ও পেঁচা। হাঁস বনে জঙ্গলে বা লোকালয়ে থাকে। অনেকে একে

বাড়িতেও পোষে। এরা জলে চরে। হাঁস, শামুক, গুগলি, ভাত, কুঁড়ো প্রভৃতি খায়।

পেঁচা গাছে থাকে এরা রাতে বেরোয়। দিনের আলোয় পেঁচা দেখতে পায় না। পেঁচা ব্যাঙ,

ইঁদুর প্রভৃতি ছোটো ছোটো প্রাণী খায়।

শিক্ষার্থীরা ডটলাইনের উপর লেখা অভ্যাস করো।

ত  ত

অ অ

আ া

ও ো

ঔ ৌ


 নীচে ছবির নাম ও শব্দগুলি দেখে দেখে নীচে লেখো ও উচ্চারণ করো।

ঝড়    ডাক     ভাত    উষা   জুতো

___     ____     ___     ____    ____

ভুজ    রঙিন ‌  ভূ ‌    ‌ জড়    ‌ ঊষর

___      ____    __      ___      _____

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury

বনভোজন - গোলাম মোস্তাফা । Bonvojon - Gulam Mustafa । প্রশ্ন ও উত্তর

সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর