Students will identify the letters (k,I,m) from the words । বাংলা ভূমির দান
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
'বাংলা ভূমির দান' শীর্ষক ‘ব্রতচারী' গানটি বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকার নির্দেশমতো গাইতে হবে।ব্রতচারীর গান—বাংলা ভূমির দান
মোরা বাংলাভূমির ব্রতচারী বাংলাভূমির মান
বাংলাভূমির জনসেবায় জীবন মোদের দান।।
এক তালেতে যাত্রা মোদের এক সুরেতে গান—
এক ডোরেতে যুক্ত মোরা করি বহুর প্রাণ।।
আনব বটে জগৎ ঘুরে দেশ-বিদেশের জ্ঞান,
তবু রাখব ধরে সমাদরে বাংলাভূমির দান।
বাংলাভূমির দান, মোদের বাংলাভূমির দান।।
এই ব্রতচারী গানটি রচনা করেছেন গুরুসদয় দত্ত।
তিনি বাংলার ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা
Students will identify the letters (k,I,m) from the words
kangaroo (ক্যাঙ্গারু)-ক্যাঙ্গারু
king (কিং)—রাজা
key (কি) – চাবি
lion (লায়ন) সিংহ
lamb (ল্যাম্ব) ভেড়া
monkey (মাংকি) বাঁদর
mat (ম্যাট)—মাদুর
kite (কাইট) – ঘুড়ি
leaf (লীফ)— পাতা
lock (লক)–তালা
mango (ম্যাংগো) আম
map (ম্যাপ)-মানচিত্র
শিক্ষার্থীরা ছবি দেখে চেনা জানা অভিজ্ঞতার সাহায্যে রং করবে।
এসো রং করি :
পাখিগুলি কোথায় থাকে, কী খায় জানার চেষ্টা করো।
উঃ। পাখিদুটি হল হাঁস ও পেঁচা। হাঁস বনে জঙ্গলে বা লোকালয়ে থাকে। অনেকে একে
বাড়িতেও পোষে। এরা জলে চরে। হাঁস, শামুক, গুগলি, ভাত, কুঁড়ো প্রভৃতি খায়।
পেঁচা গাছে থাকে এরা রাতে বেরোয়। দিনের আলোয় পেঁচা দেখতে পায় না। পেঁচা ব্যাঙ,
ইঁদুর প্রভৃতি ছোটো ছোটো প্রাণী খায়।
শিক্ষার্থীরা ডটলাইনের উপর লেখা অভ্যাস করো।
ত ত
অ অ
আ া
ও ো
ঔ ৌ
নীচে ছবির নাম ও শব্দগুলি দেখে দেখে নীচে লেখো ও উচ্চারণ করো।
ঝড় ডাক ভাত উষা জুতো
___ ____ ___ ____ ____
ভুজ রঙিন ভূ জড় ঊষর
___ ____ __ ___ _____
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন