Rub, rub, rub your hands Make them clean and neat
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
Let's sing and do... (লেস সিং অ্যান্ড ডু) এসো গান গাই এবং কাজ করি।
Rub, rub, rub your hands
Make them clean and neat
Wash, wash, wash your face
Also scrub your feet.
Brush, brush, brush your teeth
Make them strong and bright
Comb, comb, comb your hair-
What a pretty sight!
শব্দার্থ : rub (রার্)—ঘর্ষণ করা। your (ইওর)—তোমার। hands (হ্যান্ডস্)–হাতগুলি। make
(মেক্)—তৈরি করা। them (দেম)—তাহাদিগের। clean (ক্লিন)—পরিষ্কার। and (অ্যান্ড) এবং
neat (নিট)—পরিষ্কার। wash (ওয়াশ) – ধোয়া। face (ফেস্)—মুখমণ্ডল | scrub (স্ক্রাব)—–ব্রাশ/বুরুশ।
teeth (টিথ)—দাঁতগুলি। strong (স্ট্রং) শক্তিশালী/বলবান। bright (ব্রাইট্)–উজ্জ্বল! comb (কুম্ব)
—চিরুনি। hair (হেয়ার) চুল। pretty (প্রিটি)–সুশ্রী, সুন্দর । sight (সাইট) দৃষ্টি, দর্শন।
বাংলা অনুবাদ : তোমার হাতগুলো বার বার ঘষো
তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলো
তোমার মুখমণ্ডল বার বার ধোও
ব্রুশ দিয়ে তোমার পায়ের পাতা পরিষ্কার করো।
দাঁতগুলো পরিষ্কার করে মাজো
যাতে সেগুলো চক্চকে ও শক্ত হয়।
বার বার তোমার চুল আঁচড়াও—
কী সুন্দর দৃশ্য।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন