ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

Rub, rub, rub your hands Make them clean and neat

 Let's sing and do... (লেস সিং অ্যান্ড ডু) এসো গান গাই এবং কাজ করি।

Rub, rub, rub your hands

Make them clean and neat

Wash, wash, wash your face

Also scrub your feet.

Brush, brush, brush your teeth

Make them strong and bright

Comb, comb, comb your hair-

What a pretty sight!

শব্দার্থ : rub (রার্)—ঘর্ষণ করা। your (ইওর)—তোমার। hands (হ্যান্ডস্)–হাতগুলি। make

(মেক্)—তৈরি করা। them (দেম)—তাহাদিগের। clean (ক্লিন)—পরিষ্কার। and (অ্যান্ড) এবং

neat (নিট)—পরিষ্কার। wash (ওয়াশ) – ধোয়া। face (ফেস্)—মুখমণ্ডল | scrub (স্ক্রাব)—–ব্রাশ/বুরুশ।

teeth (টিথ)—দাঁতগুলি। strong (স্ট্রং) শক্তিশালী/বলবান। bright (ব্রাইট্)–উজ্জ্বল! comb (কুম্ব)

—চিরুনি। hair (হেয়ার) চুল। pretty (প্রিটি)–সুশ্রী, সুন্দর । sight (সাইট) দৃষ্টি, দর্শন।

বাংলা অনুবাদ : তোমার হাতগুলো বার বার ঘষো

তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলো

তোমার মুখমণ্ডল বার বার ধোও

ব্রুশ দিয়ে তোমার পায়ের পাতা পরিষ্কার করো।

দাঁতগুলো পরিষ্কার করে মাজো

যাতে সেগুলো চক্‌চকে ও শক্ত হয়।

বার বার তোমার চুল আঁচড়াও—

কী সুন্দর দৃশ্য।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury

বনভোজন - গোলাম মোস্তাফা । Bonvojon - Gulam Mustafa । প্রশ্ন ও উত্তর

সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর