My hands upon my head I place, On my shoulders, on my face; On my hips I place them so, Then bend down to touch my toe.
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
Participate in the rhymes song (পারটিসিপেট ইন দ্য রাইম সং)— ছড়ার গানে
অংশগ্রহণ করোঃ
Let's Sing and do...(লে'ট্স সিং অ্যান্ড ডু)–এসো গান গাই এবং কাজ করি.....
My hands upon my head I place,
On my shoulders, on my face;
On my hips I place them so,
Then bend down to touch my toe.
Now I raise my hands up high
Make my fingers fairly fly,
Now I clap them, one, two, three
Then I fold them silently.
উচ্চারণ:
মাই হ্যানডস আপন্ মাই হেড্ আই প্লেস,
অন মাই শোল্ডারস, অন মাই ফেস;
অন মই হিপস্ আই প্লেস দেম সো,
দেন বেন্ড ডাউন টু টাচ্ মাই টো।
নাউ আই রেইজ্ মাই হ্যান্ডস আপ হাই
মেক মাই ফিঙগারস্ ফেয়ারলি ফ্লাই,
নাও আই ক্ল্যাপ্ দেম্, ওয়ান, টু, থ্রি
দেন আই ফোল্ড দেম, সাইলেন্টলি।
বাংলা অনুবাদ:
আমার মাথার ওপরে আমার হাত রেখেছি,
আমার কাঁধের ওপর, মুখের ওপর;
আমার কোমরের নীচে তাদের রাখলাম,
তারপর আমার পায়ের পাতা ছোঁব বলে ঝুঁকলাম।
এখন হাত উঁচুতে তুলে উঠে দাঁড়ালাম
আঙুলগুলিকে খোলাভাবে ছেড়ে দিলাম,
এবার তাদের এক, দুই, তিন করে তালি দিলাম
তারপর নিঃশব্দে গুটিয়ে নিলাম।
শব্দার্থ : my (মাই)—আমার। hands (হ্যান্ডস্)—হাতগুলি। upon (অ্যাপন) একদা head
(হেড্)–মাথা। place (প্লেস্)–স্থান। on ( অন্) উপরে। face (ফেস)— মুখমণ্ডল shoulder
(শোল্ডার)–কাঁধ। then (দেন) –তখন। hip (হিপ)-কোমরের নীচে, নিতম্ব। bend (বেণ) –
ঝুঁকে পড়া। down (ডাউন)—নীচে। touch (টাচ্) স্পর্শ করা। toe (টো)—-পায়ের পাতা। now
(নাউ) এখন। high (হাই)– উঁচু। make (মেক্) তৈরি করা। fingers (ফিংগারস্) – আঙুলগুলি।
fly (ফ্লাই)—ওড়া, ছেড়ে দেওয়া। clap (ক্লাপ) – হাততালি দেওয়া। fold (ফোল্ড)—ভাজ) si-
lently (সাইলেন্টলি) নিঃশব্দে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন