ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

My hands upon my head I place, On my shoulders, on my face; On my hips I place them so, Then bend down to touch my toe.

 Participate in the rhymes song (পারটিসিপেট ইন দ্য রাইম সং)— ছড়ার গানে

অংশগ্রহণ করোঃ

Let's Sing and do...(লে'ট্স সিং অ্যান্ড ডু)–এসো গান গাই এবং কাজ করি.....

My hands upon my head I place,

On my shoulders, on my face;

On my hips I place them so,

Then bend down to touch my toe.

Now I raise my hands up high

Make my fingers fairly fly,

Now I clap them, one, two, three

Then I fold them silently.

উচ্চারণ:

মাই হ্যানডস আপন্ মাই হেড্‌ আই প্লেস,

অন মাই শোল্ডারস, অন মাই ফেস;

অন মই হিপস্ আই প্লেস দেম সো,

দেন বেন্ড ডাউন টু টাচ্ মাই টো।

নাউ আই রেইজ্ মাই হ্যান্ডস আপ হাই

মেক মাই ফিঙগারস্ ফেয়ারলি ফ্লাই,

নাও আই ক্ল্যাপ্ দেম্, ওয়ান, টু, থ্রি

দেন আই ফোল্ড দেম, সাইলেন্টলি।

বাংলা অনুবাদ:

আমার মাথার ওপরে আমার হাত রেখেছি,

আমার কাঁধের ওপর, মুখের ওপর;

আমার কোমরের নীচে তাদের রাখলাম,

তারপর আমার পায়ের পাতা ছোঁব বলে ঝুঁকলাম।

এখন হাত উঁচুতে তুলে উঠে দাঁড়ালাম

আঙুলগুলিকে খোলাভাবে ছেড়ে দিলাম,

এবার তাদের এক, দুই, তিন করে তালি দিলাম

তারপর নিঃশব্দে গুটিয়ে নিলাম।

শব্দার্থ : my (মাই)—আমার। hands (হ্যান্ডস্)—হাতগুলি। upon (অ্যাপন) একদা head

(হেড্‌)–মাথা। place (প্লেস্)–স্থান। on ( অন্) উপরে। face (ফেস)— মুখমণ্ডল shoulder

(শোল্ডার)–কাঁধ। then (দেন) –তখন। hip (হিপ)-কোমরের নীচে, নিতম্ব। bend (বেণ) –

ঝুঁকে পড়া। down (ডাউন)—নীচে। touch (টাচ্‌) স্পর্শ করা। toe (টো)—-পায়ের পাতা। now

(নাউ) এখন। high (হাই)– উঁচু। make (মেক্) তৈরি করা। fingers (ফিংগারস্) – আঙুলগুলি।

fly (ফ্লাই)—ওড়া, ছেড়ে দেওয়া। clap (ক্লাপ) – হাততালি দেওয়া। fold (ফোল্ড)—ভাজ) si-

lently (সাইলেন্টলি) নিঃশব্দে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury

বনভোজন - গোলাম মোস্তাফা । Bonvojon - Gulam Mustafa । প্রশ্ন ও উত্তর

সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর