ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

একটি বাড়ির পরিবেশ । ekti barir poribesh । class 1 । প্রথম শ্রেণি

 


এখানে ছবিটিতে দেখানো হয়েছে। একটি ঘরে ঠাকুরমা চেয়ারে বসে আছেন এবং উল বুনছেন। তার পাশের ছোটো টেবিলে একটি ওষুধের শিশি, জলের গ্লাস ও একটি কাটা ডাব ঢাকা  দেওয়া রয়েছে। মাটিতে একটি ছোটো ছেলে শুয়ে ব্যায়াম করছে ও দুটি ছেলে খেলনা গাড়ি নিয়ে খেলছে ।  

ঘরটিতে একটি ছোটো আলমারি ও দেওয়ালে একটি ছবি টাঙানো রয়েছে। খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে ।  একটি ছেলে লাটাই হাতে ঘুড়ি ওড়াচ্ছে ও একটি মেয়ে কোমরে হাত দিয়ে তা দেখছে।

-এভাবে তোমরা তোমাদের বাড়ির পরিবেশ নিয়ে বলতে চেষ্টা করো।


উল যব ভাত ঘুড়ি 

ডাব চশমা চিৎ ঔষধ 


• বর্ণ কার্ডের সাহায্য নিয়ে শব্দগুলি পড়ো এবং বলাবলি করো :

ঝুড়ি মুড়ি নুন চুন

ফুল দুল যাই খাই

চাকা টাকা ঝাউ লাউ

শুরু ভুরু দুই রুই কুল চুল

যাব খাব কুকুর পুকুর যখন তখন ঠাকুরমা ঠাকুরদা

টুনটুনি ঝুনঝুনি টাপুর টুপুর গুনগুন ঝুনঝুন টুপটাপ  চুপচাপ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury

বনভোজন - গোলাম মোস্তাফা । Bonvojon - Gulam Mustafa । প্রশ্ন ও উত্তর

সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর