প্রথম শ্রেণির - প্রথম ভাগ । CLASS 1 । wbbpe syllabus CLASS 1 ।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
প্রথম শ্রেণির - প্রথম ভাগ
ছবিটিতে যা যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে।
উঃ। দুটি মাঠের মাঝে একটি সোজা পথ যার
দু-পাশে দুটি বড়ো গাছ। রাস্তার ধারে একটা
মাঠ দেখা যাচ্ছে। মাঠের মধ্যে চারটি ছেলে
এবং তিনটি মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে।
দুটি ছেলে ক্রিকেট এবং দুটি ছেলে ফুটবল
খেলছে। একটি মেয়ে কোমরে হাত দিয়ে
উইকেটের পিছনে দাঁড়িয়ে ছেলেদের খেলা
দেখছে। দুটি মেয়ে নিজেদের মধ্যে খেলা
করছে। রাস্তা দিয়ে একটি লোক সাইকেল ভ্যান
ঢালিয়ে যাচ্ছে। রাস্তার অপর প্রান্তের মাঠের
মধ্যে থাকা একটি পুকুরের মধ্যে একটি বককে
দেখা যাচ্ছে এবং পুকুরপাড়ে একটি গোরু, ঘাস
খাচ্ছে। তার পাশে একটি কুঁড়েঘর, তার পেছনে
আকাশে সূর্য এবং কিছু গাছপালা ও দুটি
তালগাছ দেখতে পাওয়া যাচ্ছে। গাছের মধ্যে
একটি টিয়া পাখি বসে আছে এবং আরেকটি
পাখিকে গাছের দিকে উড়ে আসতে দেখা
যাচ্ছে।
এক কথায় উত্তর দাও :
১। রাস্তার ধারে কী দেখা যাচ্ছে? উঃ। একটি মাঠ।
২। মাঠের মধ্যে কটি ছেলে ও কটি মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে? উঃ। চারটি ছেলে ও তিনটি মেয়েকে।
৩। পুকুরের ধারে প্রাণীটির নাম কী? উঃ। গোরু।
৪। গাছে একটা পাখি বসে আছে--পাখিটি কী পাখি? উঃ। টিয়া পাখি।
৫। কুঁড়েঘরের পেছনে আকাশের দিকে গোল মতো জিনিসটা কী? উঃ। সূর্য।
৬। লোকটি রাস্তা দিয়ে কোন গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে? উঃ। সাইকেল ভ্যান।
৭। পুকুরের মধ্যে একটি পাখি এক পায়ে দাঁড়িয়ে আছে—এটি কোন্ পাখি? উঃ ৰক।
৮। আরেকটি পাখিকে গাছের দিকে আসতে দেখা যাচ্ছে—পাখিটির নাম কী? উঃ। চিল।
৯। ছেলেটির দু-পায়ের মাঝে একটা গোলাকার বস্তু আছে বস্তুটির নাম কী? উঃ। ফুটবল।
১০। একটি মেয়ে দুটি হাত কোথায় রেখেছে? উঃ। কোমরে।
১১। ছবিতে মেয়েটি দুটি হাতে কিছু একটা ধরতে চাইছে—সেটা কী? উঃ। বল।
শিক্ষার্থীরা নীচের বাঁদিকের ছবিগুলির রং দেখে তার সঙ্গে মিলিয়ে ডানদিকের ফাঁকা খোপে রং ভরে
উঃ। নিজেরা রং করো।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন