প্রথম শ্রেণী । class 1 । bengali
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ছবিটিতে যা যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে
উঃ। একটি বড়ো মাঠের মাঝে | একটি আম গাছে কিছু আম ঝুলছে।
একটি কাঠবেড়ালি গাছের কাণ্ড বেয়ে
নীচের দিকে নেমে আসছে। একটি
মেয়ে কোমরে হাত দিয়ে
কাঠবেড়ালির দিকে তাকিয়ে আছে।
একটু দূরে কয়েকটি কুঁড়েঘর এবং কিছু
গাছ দেখতে পাওয়া যাচ্ছে। তিনটি
বড়ো গাছ দেখা যাচ্ছে। একটি পাখি
আম গাছের মধ্যে বাসা করেছে। বাসার
মধ্যে পাখিটির দুটি বাচ্চা আছে।
গাছের নীচে তিনকোণা পাতার ডগায়
একটা ফড়িং বসে আছে। মেয়েটির
| পায়ের কাছে কয়েকটি ফোঁটা ফুলের
ওপর ডানা মেলে একটা প্রজাপতি
উড়ছে।এক কথায় উত্তর দাও :
১। গাছের ডালে কোন্ ফল ঝুলছে? উঃ আম।
২। কোন্ প্রাণী গাছ থেকে নামছে? উঃ। কাঠবেড়ালি।
৩। যে প্রাণীটি গাছ থেকে নামছে তার শরীরের পেছনে মোটা মতো ওটা কী? উঃ। লেজ।
৪। মেয়েটির কোমর থেকে নীচের দিকে পোশাকের রং কী? উঃ আকাশি।
৫। মেয়েটির পায়ের কাছে ডানা মেলে ওটা কী উড়ছে? উঃ। প্রজাপতি।
৬। গাছে ছোট্ট দুটি বাচ্চা পাখি কার দিকে তাকিয়ে আছে? উঃ। মায়ের দিকে।
৭। গাছের নীচে তিনকোণা পাতার ডগায় কী বসেছে? উঃ ফড়িং।
৮। মেয়েটির কোমর থেকে উপরের দিকের পোশাকের রং কী? উঃ। লাল।
৯। গাছের ডালে ছোট্ট পাখি দুটি যেখানে বসে আছে—তাকে কী বলে? উঃ। পাখির বাসা।
১০। ছবিটিতে মোট কটি গাছ দেখা যাচ্ছে? উঃ। তিনটি।
ক্ষার্থীরা বর্ণ কার্ডের মাধ্যমে নীচের বর্ণগুলি পরপর দেখবে এবং শিক্ষক-শিক্ষিকার সাহায্যে
চিনতে ও বলতে শিখবে।
স্বরবর্ণ
অ আ ই ঈ উ
ঋ এ ঐ
ব্যঞ্জনবর্ণ
ক
খ
গ
ঘ
ঙ
চ
ছ
জ
ঝ
ঞ
ট
ঠ
ড
ঢ
ণ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
ষ স হ ড় ঢ় য় ৎংঃ৺
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন