ব্যাং । শিক্ষার্থীর পরিচিত জগৎ । class 1 bang
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
শিক্ষার্থীরা ছবিটিকে দেখে নিজেদের অভিজ্ঞতা থেকে রং করবে। জন্তুটির পায়ের সংখ্যা
গুনবে। এদের কখন কোথায় দেখতে পাওয়া যায় তা বলার চেষ্টা করবে।
উঃ। ছবিতে থাকা জন্তুটির নাম ব্যাং। এদের দেহে না
আছে আঁশ, না আছে লোম কিংবা পালক। ব্যাং-এর
চামড়া মসৃণ। জন্তুটির চারটি পা। এর সামনের পা দুটি
ছোটো এবং পেছনের পা দুটি বড়ো। পায়ের আঙুলগুলি
পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে। বর্ষাকালে পুকুরের
ধারে, জমিতে এবং বাড়ির আনাচে কানাচে এদের
দেখতে পাওয়া যায়। এরা ডাঙাতে থাকে এবং জলেও থাকে---তাই এরা হল উভচর প্রাণী
• শিক্ষার্থীরা তার পরিচিত জগৎ (এখানে ছবিতে শ্রেণিকক্ষ) এর বিভিন্ন বস্তুকে চিহ্নিত করবে।
• এটি একটি শ্রেণিকক্ষ। শিক্ষক মহাশয় হাতে বই নিয়ে পড়াচ্ছেন। পাশে রয়েছে টেবিল ও চেয়ার
এবং পিছনে ব্ল্যাকবোর্ড। দেওয়ালে একটি ইংরাজি বর্ণকার্ডের চিত্র টাঙানো রয়েছে। মাথার উপরে
পাখা এবং দরজার উপরে দেওয়ালে বাল্ব বা বিজ্লিবাতি রয়েছে। টেবিলের উপরে রয়েছে চন্দ্র
ঝাড়ন ও একটি জলের বোতল। চারটি ডেস্ক ও বেঞ্চে মোট চারজন ছাত্র ও তিনজন ছাত্রী বসে
রয়েছে। প্রতিটি ছাত্র-ছাত্রী সামনে বই খুলে বসে আছে। শেষ বেঞ্চে দুজন ছাত্রের পাশে একটি করে
স্কুলের ব্যাগ রয়েছে ও একজন ছাত্রের পাশে রয়েছে ওয়াটার বটল। শ্রেণিকক্ষের মেঝেতে একটি
বাকেট বা ঝুড়িতে রয়েছে একটি ব্যাট ও বল। একটি ফুটবল, দুটি বই ও একটি ফুলগাছের টব।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন