পদ্যময় (বিণ)-পদ্য (বিণ) > ছন্দে পদ্য সুন্দর হয়।
সহজ (বিণ)–সহজত। (বিণ) > যে কোনো রচনায় ভাষার সহস্রাতা একটি বড়ো গুণ।
★৩. নীচের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো :
(ক) মন্দ: মন্দ ব্যাক্তিকে কেউ পছন্দ করে না। (খারাপ)
উত্তর। মন্দ বাতাস বইছে। (ধীরে)
দ্বন্দ্ব। বেশি দ্বন্দ্ব নিজের এবং অন্যের ক্ষতি করে।
দ্বন্দ্ব : দ্বন্দ্ব ছাড়া জয়লাভ সম্ভব নয়।
তাল । ভাদ্র মাসে তালনবমী উৎসব পালিত হয়।
তাল : স্বর ও তাল ঠিক থাকলে তবেই গান শ্রুতিমধুর হয়।
ডাক : আজ-কাল আর ডাক-এর মাধ্যমে কেউ চিঠি পাঠায় না।
ডাক : ভোরবেলা পাখির ডাক-এ আমার ঘুম ভাঙে।
বাজে : এখন রাত দশটা বাজে।
বাজে: বাজে ছেলেদের কেউ পছন্দ করে না।
ছড়া : ছটপুজোয় অনেক কলার ছড়া বিক্রি হয়।
ছাড়া: ছোটোবেলায় আমি দিদার কাছে ছড়া শুনতাম।
মজা: সবসময় অন্যকে নিয়ে মজা করা ঠিক নয়। মজা: মজা নদীটি এখন পুকুর হয়ে গেছে।
নয়: এখন আর খেলতে যাওয়া কোনো কাজের কথা নয়। নয়: ওরা নয় জন মিলে ঘুরতে গেছে।
★৪. নীচের শব্দগুলি কোন্ মূল শব্দ থেকে এসেছে লেখো।
জোছনা-জোৎস্না। চাকা- চক্র। কান- কর্ণ। দুপুর- দ্বিপ্রহর। ঝিঁঝি- ঝিঞ্ঝ/ ঝিল্লী।
★৫. কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তরিত করো।
৫.১. ছন্দ আছে ঝড়-বাদলে। উত্তর। ঝড়-বাদলে ছন্দ আছে।
৫.২. ছন্দে বাঁধা দিন-রাত্রি। উত্তর দিন-রাত্রি বাঁধা।
৫.৩. কিচ্ছুটি নয় ছন্দহীন। উত্তর। কোনো কিছু ছন্দহীন নয়।
৫.৪. চিনবে তারা ভুবনটাকে / ছন্দ সুরের সংকেতে।
উত্তর। তারা ভুবনটিকে ছন্দ-সুরের সংকেতে চিনবে।
৫.৫. কান না দিলে ছন্দে জেনো / পদ্য লেখা সহজ নয়।
উত্তর। ছন্দে কান না দিলে পদ্য লেখা যেন সহজ নয়।
★৬. 'কান' শব্দটিকে পাঁচটি বিশেষ অর্থে ব্যবহার করে বাক্য লেখো।
উত্তর। কান- কান টানলে মাথা আসে।
কান- কান কাটা লোকদের আলাদা করে লজ্জা থাকে না।
কান- কানাকানি করতে ভালো লাগে না।
কান- সুমন ভালোমল কোনো কিছুতেই কান দেয় না।
কান-চোখ-কান খোলা রেখে চলা-ফেরা করবে।
★৭. ঝড়-বাদল- এমনই সমার্থক বা প্রায় পাঁচটি সমার্থক শব্দ দিয়ে তৈরি পাঁচটি শব্দ লেখো।
উত্তর। নদী-নালা। খাল-বিল। জমি-জমা। টাকা-পয়সা। বাড়ি-ঘর।
★৮. তোমার পরিচিত আর কোন্ কোন্ যানবাহনের চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে।
উত্তর। সাইকেল, মোটর সাইকেল।
★৯. নানা প্রাকৃতিক ঘটনায় কীভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে?
উত্তর। কান পেতে শোনা যাবে এমন মন পেতে শোনা যাবে এমন
ঝড় ফুল ফোটা
বৃষ্টি গাছের পাতার ফিসফিসানি
বজ্রপাত পুকুরে জলের কলকলানি
● সত্যেষনাথ দত্তের 'পালকির গান' কবিতাটি শিক্ষকের সাহায্য নিয়ে সংগ্রহ করো। উত্তর। নিজে করো।
★১০. সমার্থক শব্দ লেখো:
জল- বারি, নীর, জীবন। দিন- দিবস, দিবা।
রাত্রি-রাত, নীশি, রজনী। নদী- স্রোতস্বিনী,প্রবাহিনী। ভুবন- পৃথিবী, ধরিত্রী।
★১১. শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও :
দিন-দিবস, দিবাভাগ। মন-মানুষের মন। সুর- গানের সুর, দেবতা।
দীন-গরিব, দরিদ্র। মণ-ভরের একক, ওজনের পরিমাপ। শূর-বীর।
জীবন- প্রাণ। সকল-পব
জীবন- নাম বিশেষ। শকল-খন্ড, অংশ। ১২. সঠিক উত্তরের পাশে (√) চিহ্ন দাও:
(ক) 'ঘোর' শব্দের পদান্তর হল –(i)গভীর_ ;(ii) সন্ধ্যা_ ; D. (iii) ভোর___ ; উত্তর। (i)
(খ) 'জীবন' শব্দের পদান্তর হল (i)জীবনী_ ; (ii) জৈবনিক_ ; (iii) জীবন নয়___ ; উত্তর। (ii)
(গ) 'দেখবে' ক্রিয়ার কালটি হল- (i)ভবিষ্যৎ_ ; (ii) অতীত_ ; (iii) বর্তমান___ ; উত্তর। (i)
(ঘ) 'মজা' শব্দের বিপরীত শব্দ হল - (i) দুঃখ_ ; (ii) হতাশা_ ; (iii)তিক্ত___ ; উত্তর। (i)
'ঘড়ির কাঁটা'—'ঘড়ির' পদটি কী?
(i) কর্তৃপদ_ ; (ii) কর্মপদ_ ;(iii) সম্বন্ধ পদ____ ; উত্তর। (iii)
★১৩. 'যারা-তারা'র মতো তিনটি সাপেক্ষ শব্দজোড় তৈরি করো।
উত্তর। যেমন-তেমন। যখন-তখন। যেন-তেন।
★১৪. কবিতা থেকে খুঁজে নিয়ে তিনটি সর্বনাম লেখো। উত্তর। কেউ, যারা, তারা।
★১৫. কবিতায় রয়েছে এমন চারটি ‘সম্বন্ধ পদ' উল্লেখ করো। উত্তর। পাখির, ঝিঁঝির, নদীর জলের।
★১৬. নীচের বাক্য/বাক্যাংশের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা ভাবে দেখাও:
১৬.১. ছন্দ আছে ঝড়-বাদলে। উত্তর। উদ্দেশ্য-ছন্দ। বিধেয়—আছে ঝড়-বাদলে।
১৬.২. দেখবে তখন তেমন ছড়া / কেউ লেখেনি আর কোথাও।
উত্তর। উদ্দেশ্য—কেউ। বিধেয়—দেখবে তখন তেমন ছাড়া / লেখেনি আর কোথাও।
১৬.৩. জলের ছন্দে তাল মিলিয়ে / নৌকা জাহাজ দেয় পাড়ি।
উত্তর। উদ্দেশ্য—নৌকা জাহাজ। বিধেয়-জলের ছন্দে তাল মিলিয়ে / দেয় পাড়ি।
১৬.৪. চিনবে তারা ভুবনটাকে / ছন্দ সুরের সংকেতে।
উত্তর। উদ্দেশ্য—তুমি (উহ্য)। বিধেয়—চিনবে তারা ভুবনটাকে / ছন্দ সুরের সংকেতে।
★১৭. নিম্নরেখ অংশগুলির কারক-বিভক্তি নির্দেশ করো :
১৭.১. ছন্দে শুধু কান রাখো। উত্তর। কর্মকারকে 'এ' বিভক্তি।
১৭.২. ছন্দ আছে ঝড়-বাদলে। উত্তর। কর্মকারকে ‘এ’ বিভক্তি।
১৭.৩. দিন-দুপুরে পাখির ডাকে। উত্তর। অধিকরণ কারকে 'এ' বিভক্তি।
১৭.৪. ছন্দে চলে রেলগাড়ি। উত্তর। কর্মকারকে 'শূন্য' বিভক্তি।
১৭.৫. চিনবে তারা ভুবনটাকে। উত্তর। কর্তৃকারকে 'শূন্য' বিভক্তি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন