ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

আজি দখিন দুয়ার খোলা । aji dokhino duare khola

 Please sing with me.

T: Can you sing a song?

P: Yes, I can sing a song.

T: Thank you.

T: Can you dance?

P: Yes, I can.

T: Please dance.

উচ্চারণ :

প্লিজ সিং উইথ মি 

টি : ক্যান ইউ সিং আ্য সং ?

পি: ‌ ইয়েস, আই ক্যান সিং আ্য সং।

টি: ‌ থ্যাঙক ইউ।

টি : ক্যান ইউ ড্যাপ?

পি: ইয়েস, আই ক্যান।

টিঃ প্লিজ ড্যান্স।

বাংলা অনুবাদ:

দয়া করে আমার সাথে গাও।

টি: তুমি কি ‌গান গাইতে পারো?

পি: হ্যাঁ, আমি গান গাইতে ‌পারি।

টি: ধন্যবাদ।

টি: তুমি কি নাচতে পারো।

পি: ‌হ্যাঁ, আমি পারি।

টি: দয়া করে নাচো।


আজি দখিন দুয়ার খোলা

এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো।

দিব হৃদয় দোলায় দোলা,

এসো হে, এসো হে, এসো হে, আমার বসন্ত এসো।।

নব শ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে,

এসো বাজায়ে ব্যাকুল বেণু, মেখে পিয়ালফুলের রেণু।

এসো হে, এসো হে, এসো হে, আমার বসন্ত এসো।।

এসো ঘন পল্লবপুঞ্জে এসো হে, এসো হে, এসো হে

এসো বনমল্লিকাকুঞ্জে এসো হে, এসো হে, এসো হে।

মৃদু মধুর মদির হেসে, এসো পাগল হাওয়ার দেশে,

তোমার-উত্তরীয় তুমি আকাশে উড়ায়ে দিয়ো—

এসো হে, এসো হে, এসো হে, আমার বসন্ত এসো।।

বসন্ত ঋতু সম্পর্কে এই গানটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

শব্দার্থ : please (প্লিজ) – দয়া করে। sing ( সিং) –গান করা। you (ইউ) তুমি

 (আই) —আমি। can (ক্যান)—পারি। song (সং) — গাইতে। thank you (থ্যাঙ্ক ইউ)— ধন্যবাদ

dance (ড্যান্স) নাচ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury

বনভোজন - গোলাম মোস্তাফা । Bonvojon - Gulam Mustafa । প্রশ্ন ও উত্তর

সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর