ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

Twinkle, twinkle little star । Two little hands to clap, clap, clap । class one english

Twinkle, twinkle little star 


Let's listen and say... (লেট্স লিসেন অ্যান্ড সে)–

এসো শুনি এবং বলি......

Twinkle, twinkle little star

How I wonder what you are!

Up above the world so high

Like a diamond in the sky.

উচ্চারণ ঃ ট্যুইংকল, ট্যুইংকল লিট্ল স্টার

হাউ আই ওয়ানড্যার হোয়াট্‌

ইউ আর্ ।

আপ্ অ্যাবাভ্ দ্য ওআরলড্ সো হাই

লাইক্ অ্যা ডায়মণ্ড ইন্‌ দ্য স্কাই।

শব্দার্থ : twinkle (টুইংকল)—–ঝিক্‌মিক্‌ করা। little ( লিট্‌ল) (ছোটো। star (স্টার) তারা, নক্ষত্র।

how (হাড়)–কেমন করিয়া। I (আই) –আমি। wonder (ওয়ানড্যার) বিস্ময়। what (হোয়াট) —কী।

you (ইউ)—–তুমি। are (আর)—–বহুবচনে হয়। up (আপ)—উপরের দিকে। above (অ্যাবাভ্)—–উপরে।

world (ওয়ারলড্)—পৃথিবী। so (সো) – ততখনি, সেটুকু high (হাই)—উঁচু! like (লাইক) সদৃশ পছন্দ,

a (অ্যা)—একটি। diamond (ডাইঅ্যমানড্) –হিরে। in (ইন)—ভেতরে। sky (স্কাই) আকাশ।

ক্ষুদ্র তারকা ঝিক্‌মিক্‌ করছ, তুমি যে কী তা ভেবে আমি অবাক হই!

আকাশের এত উঁচুতে একটি হিরের টুকরোর মতো ঝিক্‌মিক্‌ করছ।


Head (হেড্‌) মাথা

Eye (আই) চোখ

Nose (নোজ) – নাক

Leg- (লেগ)-পা

Hair (হেয়ার)-চুল

-Foot (ফুট)—পায়ের পাতা

Ear (ইয়ার)-কান

Hand (হ্যাণণ্ড)-হাত

Let's sing and do... (লেট্স সিং অ্যান্ড ডু)–এসো গান গাই এবং কাজ করি :

Two little hands to clap, clap, clap

Two little feet to tap, tap, tap

Two little eyes are open wide

One little head goes side to side.

টু লিট্ল হ্যান্ডস্ টু ক্ল্যাপ, ক্ল্যাপ, ক্ল্যাপ

টু লিট্ল ফিট টু ট্যাপ, ট্যাপ, ট্যাপ

টু লিটল্ আইজ আর ওপেন ও্যয়াইড

ওয়ান লিটল্ হেড্‌ গোজ্‌ সাইড্ টু সাইড্‌।

শব্দার্থ : two (টু)—দুই। little (লিটল) – ক্ষুদ্র, ছোটো hands (হ্যান্ডস্)—হাত। to (টু)

দিকে। clap (ক্ল্যাপ) আঘাত। feet (ফিট)—পায়ের পাতাগুলি। tap (ট্যাপ)—অল্প আঘাত করা।

eyes (আইজ)—চোখগুলি। open (ওপেন)- খোলা। wide (ও্যয়াইড) চওড়া। head (হেড্‌) –

মাথা side ( সাইড) ধার, কিনারা।

বাংলা অনুবাদ : দুটি ছোটো হাত হাততালি দিতে, দুটি ছোটো পা হালকা আঘাত করতে,

দুটি ছোটো চোখ বড়ো করে খুলতে, একটি ছোটো মাথা এদিক-ওদিক চাইতে।

উচ্চারণ :

T: please show your hands

S:Yes,sir,/madam.

T: Please clap Your hands.

S:Yes,sir/madam.

(টি) : প্লিজ শো ইওর হ্যান্ডস্।

(এস্) : ইয়েস, স্যার/ম্যাডাম।

(টি) : প্লিজ ক্ল্যাপ ইওর হ্যান্ডস্

(এস্) ঃ ইয়েস, স্যার/ম্যাডাম।


শব্দার্থ : please (প্লিজ) অনুগ্রহ করে। show (শো) দেখানো, প্রকাশ করা। your (ইওর)

তোমার।yes (ইয়েস) হ্যাঁ। sir (স্যার) –শিক্ষক/মাস্টারমশাই I madam (ম্যাডাম) দিদিমণি/শিক্ষিক

বাংলা অনুবাদ : টি : শিক্ষক : দয়া করে তোমার হাত দেখাও। এস (ছাত্র) :হ্যাঁ

শিক্ষকমশাই/দিদিমণি। টি : দিদিমণি / শিক্ষক : অনুগ্রহ করে তোমরা হাততালি দাও।

এস (ছাত্র) : হ্যাঁ, শিক্ষকমশাই/দিদিমণি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury

বনভোজন - গোলাম মোস্তাফা । Bonvojon - Gulam Mustafa । প্রশ্ন ও উত্তর

সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর