ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

বাংলা সাজেশান পঞ্চম শ্রেণীর জন্য । পঞ্চম শ্রেণীর বাংলা সাজেশান। class five Bengali suggestions । west bengal class Bengali

 বাংলা সাজেশান পঞ্চম শ্রেণীর জন্য


১। এক কথায় উত্তর দাও :
ঘুড়ি কি ?
চড়াই-উৎরাই রাস্তা কোথায় দেখা যায়?
কী থেকে গাছ জন্মায়?
আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে?
কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না ?
আউশ ধান কোন্ ঋতুতে ঘরে ওঠে?
কোন্ মাসে তাল পাকে?
মাস্টারদার আসল নাম কি ?
আকাশে তুমি কী কী উড়তে দেখেছ?
ধান চাষ করে কুমির কি পেল?



২। বিশেষ্য /বিশেষন
অত্যাচার
গম্ভীর
রঙিন
মুক্তি
ত্যাগ
উদ্ধৃত
সুখ
বিদেশি
প্রতিবাদ
মনীষী
সম্মান

৩। বিপরীতার্থক শব্দ লেখে।
সুখাদ্য
রোদ
সাধ্য
ভালো
মজা
অবিচার
চিৎকার
বিশ্রাম
সুখাদ্য
চড়াই
মিষ্টি
অসহায়
পথে
দূর
স্ত্রী

৪. শব্দ বলতে কী বোঝ? দুটি শব্দ দিয়ে দুটি বাক্য রচনা কর।
৫. সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও।
৬. অব্যয় কাকে বলে? উদাহরণ দাও।
৭. লিঙ্গ কাকে বলে? কয় প্রকার ও কি কি?

৮.
এমনি করে পৃথিবী রোজ (নতুন/পুরোনো) হচ্ছে।
বালিশ বাঁধা থাকে (রাজার/রানি/মন্ত্রী) মাথায়।
রাজার পিসি ক্রিকেট খেলেন (লাউ/কুমড়ো/কাঁঠাল) দিয়ে ।
বুকের (ঝাপকাঠি/কাপকাঠি) ছিটকে গেলে, সে তখন একটা কাগজের টুকরো।
একসঙ্গে লড়াই না করলে কেউ বোধহয় (বিস্তার/নিস্তার) পায় না।
তালনবমী ছিল (বুধবার/সোমবার/মঙ্গলবার) ।
দীনু ভট্টাচার্য ছেলের নাম (মানু/চুনি/কুড়োরাম)।

৯. বড় প্রশ্ন
তালনবমী সকালে গোপাল সারাদিন কি করলো?

গোপালের চোখে কেন জল এসে পড়লো ?

"কিন্তু বাপু সেটা দিতে রাজি হলেন না"-- বাপু কি দিতে রাজি হলেন না? সেটি তিনি কিভাবে পেলেন ? কেন তিনি তা দিতে রাজি হননি সেই বিষয়ে গান্ধীজীর ভাবনা কি ছিল?

ঘুড়ি সাধারণত কি কি জিনিস দিয়ে তৈরি হয়?

বিপদে পড়লে কিভাবে রক্ষা পেতে হয় বলে ঘুড়ির দুটি মনে করেছিল?
"এমনি করে পৃথিবী রোজ নতুন হচ্ছে"-- লেখক কিভাবে পৃথিবী নতুন হচ্ছে বলে লিখেছেন?

বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন?

মাস্টারদা কেমন মানুষ ছিলেন?

"এ মানুষটি অন্যরকম"-- কারা কিভাবে বুঝেছিল মানুষটি অন্যরকম

বাংলা সাজেশান পঞ্চম শ্রেণীর জন্য । পঞ্চম শ্রেণীর বাংলা সাজেশান। class five Bengali suggestions । west bengal class Bengali

    মন্তব্যসমূহ

    এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

    নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury

    বনভোজন - গোলাম মোস্তাফা । Bonvojon - Gulam Mustafa । প্রশ্ন ও উত্তর

    সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর