পাখিগুলি কোথায় থাকে, কী খায় জানার চেষ্টা করো। প্রথম শ্রেণি । class one
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
পাখিগুলি কোথায় থাকে, কী খায় জানার চেষ্টা করো।
উঃ। পাখিদুটি হল হাঁস ও পেঁচা। হাঁস বনে জঙ্গলে বা লোকালয়ে থাকে। অনেকে একে
বাড়িতেও পোষে। এরা জলে চরে। হাঁস, শামুক, গুগলি, ভাত, কুঁড়ো প্রভৃতি খায়।
পেঁচা গাছে থাকে এরা রাতে বেরোয়। দিনের আলোয় পেঁচা দেখতে পায় না। পেঁচা ব্যাঙ,
ইঁদুর প্রভৃতি ছোটো ছোটো প্রাণী খায়।
শিক্ষার্থীরা ডটলাইনের উপর লেখা অভ্যাস করো।
ত ত
অ অ
আ া
ও ো
ঔ ৌ
আখ আধ ওক তোর ঘোরা
____ ____ ___ ____ ____
খাব ঘোরা ধৌত ঔষধ অবাক
____ ____ ___ ____ _____
f, g,h, I
hanging there is j
let's put them together
piled up as hay!
এফ, জি, এইচ,আই
হ্যাংগিং দেয়ার ইজ জে
লেট্স পুট দেম টুগেদার
পাইলড আপ অ্যাজ হে!
এফ, জি, এইচ,আই
জে রয়েছে ঝুলে
তাদের একসাথে করি চলো
খড়ের স্তূপের মতো।
hanging (হ্যাংগিং)ঝুলে থাকা। there (দেয়ার)—সেখানে। put (পুট) রাখা। up (আপ)-উপরে। together (টুগেদার)—একসাথে। piled (পাইল্ড) গাদা করা। hay (of)—খড়ের স্তূপ।
f f
jj
g g
h h
i i
I play football ( আই প্লে ফুটবল।]
---আমি ফুটবল খেলি
what do you play?
(হোয়াট ডু ইউ প্লে)-তুমি কি খেল?
i play (আই প্লে)
|
আমি খেলি
cricket (ক্রিকেট)—ক্রিকেট
badminton (ব্যাডমিনটন)
chess (চেস্) -দাবা
-ludo (লুডো)-লুডো
শব্দার্থ : I (আই)—আমি। play (প্লে)-খেলা। what (হোয়াট) – কি। do (ভু)–করা। you (ইউ) তুমি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন