ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ

ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ যুদ্ধ সাল প্রতিপক্ষ বিজয়ী কলিঙ্গ যুদ্ধ ২৬১ খ্রিঃ পূঃ অশোক ও কলিঙ্গরাজ অশোক হিদাসপিসের যুদ্ধ ৩২৬ খ্রিঃ পূঃ আলেকজান্ডার ও পুরুরাজ আলেকজান্ডার পেলোপনেসিয়ান যুদ্ধ ৪৩১ খ্রিঃ পূঃ স্পার্টা ও অ্যাথেন্স স্পার্টা ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিঃ পূঃ অ্যাথেন্স ও পারস্য অ্যাথেন্স প্রথম তরাইনের যুদ্ধ ১১৯১ খ্রিঃ প...

ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চেনো । প্রথম শ্রেণি । class one

 ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চেনো

ছবিটিতে দেখা যাচ্ছে একটি বড়ো গাছের পাশে একতারা হাতে একজন

বাউল নেচে নেচে গান গাইছে। দুটি মেয়ে ও একটি ছেলে তার সাথে নাচছে।

দুটি বিড়াল ডাকছে। বড়ো গাছটির কোটরে টিয়া পাখি বসে আছে এবং

একটি পাখি উড়ে যাচ্ছে। পাশে নদী বয়ে যাচ্ছে ও সেই নদীতে নৌকা চলছে।

একতারা

আষাঢ়

মিঞ

মেয়ে

কোটর

• শিক্ষক/শিক্ষিকার সাহায্যে শিক্ষার্থীরা শব্দগুলি বলাবলি করো।

এই এটা এলাম গেলাম

দৃঢ় গাঢ় শোল বোল

এদিক সেদিক দেবে নেবে যাবে খাবে

ঢোল ঝোল কোল দোল এল গেল

ছোটো বড়ো ঘোরা ফেরা

 শিক্ষক/শিক্ষিকাদের সাহায্যে ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চেনো।

ছবিটিতে নদীর ধারের একটি হাট বা বজর দেখা যাচ্ছে। এখানে

অনেকগুলি দোকানে নানা জিনিস কেনা বেচা চলেছে। একজন দোকানি

ঝিঙে বেচছে। ঝাঁকা মাথায় কয়েকজন জিনিস নিয়ে চলেছে। গাছতলায়

মাটির কলসি রয়েছে। গাছে রয়েছে একটি মৌচাক। সেখান থেকে মৌমাছি

বেরিয়ে একজনকে কামড়েছে। নদীর ঘাটে দুটি নৌকা বাঁধা আছে।

এদিক

ঝিঙে নৌকা  

শিক্ষক/শিক্ষিকার সাহায্যে শিক্ষার্থীরা শব্দগুলি বলাবলি করো।


ঐকতান ঐরাবত হৈ হৈ

রাঙা ডাঙা ডোঙা ঠোঙা

মৌমাছি মৌচাক

শৈল তৈল

বৈশাখ বৈকাল

রঙিন সঙিন আঙুর আঙুল

চৌকশ চৌখুপি আঃ বাঃ

ঝিঙে ফিঙে

মৌরি মৌরলা

হাঃ হাঃ


ীচে ছবির নাম ও শব্দগুলি দেখে দেখে নীচে লিখবে ও উচ্চারণ করবে।

ঋক ‌ধর‌ রব‌ বৃহৎ

বকবক

ঝকঝক

ঝরঝর

Students will identify the letters (d,e) from the words. (শিক্ষার্থীরা শব্দগুলি থেকে

(ডি.ই) বর্ণগুলি চিনবে।

eagle (ঈগল) ঈগল

doll (ডল)-পুতুল

door (ডোর) দরজা

ear (ইয়ার) কান 

eye (আই)—চোখ

dog(ডগ) ‌‌—কুকুর

deer(ডিয়ার)—হরিণ

egg(এগ)—ডিম


abc

tumble down d

the cat's in the capboard

and can't see me.

শব্দার্থ : tumble (টাম্বল) গড়িয়ে যাওয়া, down (ডাউন-নীচে Cat (ক্যাট) বিড়াল,

Cupboard (কাবারড)আলমারি, Can (ক্যান)- পারা, See (সি) দেখাme (মি)-আমাকে।

aa

bb

Сс

d d

ee

pen (পেন)

Pencil

(পেনসিল)

- পেনসিল,

book (বুক)

-ৰই

classroom

(ক্লাসরুম)-শ্রেণিকক্ষ

chalk (চক)

খড়ি

What can you see (হোয়াট ক্যান ইউ সি)

—তুমি কী দেখছো?

I can see a book (আই ক্যান সি অ্যা বুক)

—আমি একটি বই দেখতে পাচ্ছি।

I can see two book (আই ক্যান সি টু বুক)

-আমি দুটি বই দেখতে পাচ্ছি।

শব্দার্থ : What (হোয়াট)-কী | You

(ইউ)–তুমি। One (ওয়ান)একটি।

two (টু) দুই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নরহরি দাস। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । Narahari Das । upendra kishore roy chowdhury

বনভোজন - গোলাম মোস্তাফা । Bonvojon - Gulam Mustafa । প্রশ্ন ও উত্তর

সহজ পাঠ -রবীন্দ্রনাথ ঠাকুর । SAHAJ PATH । প্রশ্ন উত্তর